ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

২৯ হাজার হেক্টর জমিতে সরিষা

প্রকাশিত: ০৪:৪৯, ৩১ ডিসেম্বর ২০১৮

 ২৯ হাজার  হেক্টর জমিতে সরিষা

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ৩০ ডিসেম্বর ॥ চলতি মৌসুমে নওগাঁ জেলার ১১টি উপজেলায় মোট সরিষার আবাদ হয়েছে ২৯ হাজার ২৬৫ হেক্টর জমিতে। কৃষি বিভাগের মতে এ বছর সরিষার ভাল আবাদ হয়েছে যা থেকে বাম্পার ফলন আশা করা যাচ্ছে। এখন জেলার চারিদিকে কেবলই সরিষার হলুদ রাঙা মাঠ। দিগন্ত জুড়ে যেন হলুদের সমাহার। কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মনোজিত কুমার মল্লিক জানিয়েছেন, এ বছর জেলায় বারি-৯, বারি-১৪, বারি-১৫, এস এম-৭৫, টরি-৭ এবং সম্পদ জাতের সরিষার আবাদ করেছেন কৃষকরা।
×