ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

অন্য চোখে দেখছেন ভোটাররা

ফরিদপুরে বিএনপি নেতাকর্মীদের রহস্যময় পিছুটান

প্রকাশিত: ০৪:১১, ৩০ ডিসেম্বর ২০১৮

ফরিদপুরে বিএনপি নেতাকর্মীদের রহস্যময় পিছুটান

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ২৯ ডিসেম্বর ॥ রাত পোহালেই অনুষ্ঠিত হবে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। কিন্তু নির্বাচনের আগের দিন কোথাও নেই বিএনপি নেতাকর্মীরা। না আছে ভোটের মাঠে না আছে কেন্দ্রে শেষ মুহূর্তেও নির্বাচনী কাজে। জেলার কোথাও বা কোন কেন্দ্রে বিএনপি নেতাকর্মীদের উপস্থিত হওয়ার খবর পাওয়া যায়নি। বিএনপি প্রার্থী এবং তাদের নেতাকর্মীদের এই রহস্যময় পিছুটানকে ভোটাররা অন্য চোখে দেখছেন। ফরিদপুর শহরের ঝিলটুলী এলাকার ভোটার সুমন মজুমদার জানান, বিএনপি কোন নেতাকর্মী এ পর্যন্ত আমার কাছে ভোট চাননি। ভোটের আগের দিন পর্যন্ত কেউ কোনদিন বিএনপি নেতার্মীদের মাঠে দেখিনি। তাদের নীরবতার কারণ হলো নিজেদের হার বুঝতে পেরে তারা পিছুটান দিয়েছে। এর বিপরীতে আওয়ামী লীগ নেতাকর্মীরা ব্যস্ত সময় কাটাচ্ছেন নির্বাচনের শেষদিন এসে। কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সামগ্রী অর্থাৎ নিজেদের প্রার্থীর পোস্টার লিফলেট পাঠানো, পোলিং এজেন্টের নাম ঠিক করা, ভোটার পাঠানো, ভোটারদের ভোটার স্লিপ পৌঁছে দেয়ার কাজ করছেন তারা। জেলার চারটি আসনেই আওয়ামী লীগের চারজন প্রার্থীই ভোটের শেষদিন শেষ মুহূর্তের কাজে ব্যস্ত ছিলেন। এদিকে নির্বাচন সুষ্ঠু করতে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা উম্মে সালমা তানজিয়া জানিয়েছেন। এবারের নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের মধ্যে ফরিদপুর-১ আসনের বিএনপির প্রার্থী শাহ মোহাম্মদ আবু জাফর ভোট দেবেন বোয়ালমারী সরকারী কলেজ কেন্দ্রে। আওয়ামী লীগের প্রার্থী মনজুর হোসেন বুলবুল তার নিজ এলাকা আলফাডাঙ্গার ভোটার নন। তিনি রাজধানী ঢাকার ভোটার হওয়ায় তিনি এবার ভোট দিতে পারছেন না। ফরিদপুর-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী সৈয়দা সাজেদা চৌধুরী ভোট দেবেন সালথা উপজেলার গট্টি ইউনিয়নের রাহুতপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। এ আসনে বিএনপির প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকু ভোট দেবেন নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের আতিকুর রহমান উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। ফরিদপুর-৩ আসনের আওয়ামী লীগ প্রার্থী খন্দকার মোশাররফ হোসেন ভোট দেবেন সরকারী রাজেন্দ্র কলেজ কেন্দ্রে। এ আসনে বিএনপির প্রার্থী চৌধুরী কামাল ইবনে ইউসুফও ভোট দেবেন সরকারী রাজেন্দ্র কলেজ কেন্দ্রে। ফরিদপুর-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী কাজী জাফরউল্যাহ ভোট দেবেন ভাঙ্গা উপজেলার কাউলীবেড়া স্কুল কেন্দ্রে। এ আসনের স্বতন্ত্র এমপি মজিবুর রহমান নিক্সন চৌধুরী ভোট দেবেন আজিমনগর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। এ আসনের বিএনপির প্রার্থী খন্দকার ইকবাল হোসেন সেলিম ভোট দেবেন ভাঙ্গার নওপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। এছাড়া শেষদিনে এসেও নালিশের কাজ চালিয়ে যাচ্ছেন বিএনপি প্রার্থীরা। কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ফরিদপুরের নগরকান্দা ও সালথা উপজেলা এবং সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়ন নিয়ে গঠিত ফরিদপুর-২ আসনের প্রার্থী। বিএনপির নেত্রী শামা ওবায়েদ জানান, তিনি তার নির্বাচনী এলাকার ১২৩টি কেন্দ্রের প্রতিটি বুথেই পোলিং এজেন্ট নিয়োগ দিয়েছেন।
×