ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

সবাইকে ভোটাধিকার প্রয়োগের আহ্বান সিপিবি’র

প্রকাশিত: ০৬:১২, ২৯ ডিসেম্বর ২০১৮

 সবাইকে ভোটাধিকার প্রয়োগের আহ্বান  সিপিবি’র

স্টাফ রিপোর্টার ॥ সব ধরনের ভয়ভীতি, বাধা উপেক্ষা করে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সরকারের নীলনক্সা বানচাল করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। শুক্রবার দলের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো বার্তায় এ আহ্বান জানান দলটির কেন্দ্রীয় নেতারা। সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম এক বিবৃতিতে বলেন, জনগণের ভোটাধিকারকে এই সরকার ভয় পায়। সরকার যে কোন মূল্যে ক্ষমতায় থাকতে চায়। তাই ২০১৪ সালের মতো এবারও খালি মাঠে গোল দিতে চেয়েছিল। কিন্তু তা না পেরে সরকার এবার সন্ত্রাস, হামলা, হুমকি, গায়ের জোর, রাষ্ট্রীয় প্রশাসনিক শক্তি সবকিছুকে ব্যবহার করে ‘ভোটের আগেই জয়লাভ করার’ আয়োজন করেছে। এ কাজে সরকার সফল হলে আগামী পার্লামেন্ট হয়ে উঠবে জনসমর্থনহীন ‘ভুয়া প্রতিনিধিদের’ পার্লামেন্ট। ফলে গণতন্ত্র আরও বিপন্ন হবে এবং দেশে স্বৈরতান্ত্রিক-একনায়কত্ববাদী-ফ্যাসিবাদী বিপদ বাড়বে। এটি কোনভাবেই হতে দেয়া যায় না। এজন্য দেশবাসীকে জাগ্রত হতে হবে। বাম জোটের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ ॥ দেশের বিভিন্ন এলাকায় বাম জোটের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ আনা হয়েছে। গণমাধ্যমে পাঠানো বার্তায় বলা হয়, ২৬ ডিসেম্বর সিপিবি’র সম্পাদক রুহিন হোসেন প্রিন্সের উপস্থিতিতে বাম জোট মনোনীত নওগাঁ-৪ আসনে কাস্তে প্রতীকে প্রতিদ্বন্দ্বিতাকারী ডাঃ ফজলুর রহমানের নির্বাচনী পথসভায় দুর্বৃত্তরা প্রতিবন্ধকতা সৃষ্টি করে। একই দিন কাস্তে মার্কার নির্বাচনী কর্মী লালবরকে প্রসাদপুর ইউনিয়নের এলেঙ্গা গ্রামের নিজ বাড়ি থেকে রাতে গ্রেফতার করা হয়। ২৭ ডিসেম্বর পর্যন্ত তার জামিন হয়নি। এছাড়া ফেনী, লক্ষ্মীপুর, রাজশাহীসহ বিভিন্ন এলাকায় দলের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ আনা হয়েছে।
×