ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

দেশে ফিরেও রংপুরে প্রচারে নেই এরশাদ

প্রকাশিত: ০৬:০০, ২৮ ডিসেম্বর ২০১৮

দেশে ফিরেও রংপুরে প্রচারে নেই এরশাদ

নিজস্ব সংবাদদাতা, রংপুর, ২৭ ডিসেম্বর ॥ প্রচারের শেষ দিনেও রংপুরে দেখা যায়নি মহাজোটের প্রার্থী জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে। স্থানীয় নেতাকর্মীরা ভেবেছিলেন দলীয় চেয়ারম্যান সিঙ্গাপুর থেকে ফিরে এসে রংপুরে আসবেন। কিন্তু শেষ পর্যন্ত তিনি এলেন না। এতে ক্ষোভ সৃষ্টি হয়েছে তৃণমূলের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে। রংপুর-৩ আসনের বর্তমান সাংসদ এইচ এম এরশাদ। তিনি এ আসন থেকে এবারও নির্বাচন করলেও মনোনয়নপত্র দাখিল থেকে শুরু করে যাচাই-বাছাই, প্রতীক বরাদ্দ, গণসংযোগ পথসভা কোন কিছুতেই অংশ নেননি। লাঙ্গলের দুর্গ খ্যাত রংপুরে প্রার্থী হয়েও এরশাদের এমন অনুপস্থিতি কোন প্রভাব ফেলবে না বলে দাবি করছেন দলের শীর্ষ স্থানীয় নেতারা। রংপুর মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এসএম ইয়াসির জানান, ‘এরশাদ স্যারের অনুপস্থিতিতে ভোটের মাঠে কোন প্রভাব পড়েনি। ব্যালটেও পড়বে না। স্যার অসুস্থ থাকায় এতদিন সিঙ্গাপুরে ছিলেন। এখন তিনি কিছুটা সুস্থ হয়েছেন।’ অন্যদিকে জেলা জাতীয় পার্টির যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক বলেন, ‘রংপুরের প্রত্যেকটি নেতাকর্মীরাই এরশাদ স্যারের প্রতিচ্ছবি। তারা সবাই মাঠে চষে বেড়াচ্ছেন। লাঙ্গলে ভোট চেয়ে বাড়ি বাড়ি যাচ্ছেন। এখানকার মানুষ জানে স্যারের শারীরিক অবস্থার কথা। তাই এরশাদভক্ত ভোটাররা স্যারের পক্ষেই রায় দিবেন।’ রংপুর সদর উপজেলার হরিদেবপুর ইউনিয়নের এরশাদভক্ত মুসা মিয়া ও আবুল হোসেনের সঙ্গে কথা হয়। তারা বলেন, ‘হামরা এরশাদ সাইবোক ভালবাসি। প্রত্যেকবারে ভোট দিচি। গতবারও (২০১৪) এরশাদ সাইব রংপুরোত আইসে না। এবারও নাই। হামার মনটা তো মানুষটাক কাছোত দেইকপ্যার চায়।’ এদিকে প্রচারণা শেষ দিন বৃহস্পতিবার বিকেলে এরশাদের পক্ষে বিশাল শোডাউন করেছে রংপুর মহানগর ও জেলা জাতীয় পার্টি। বিকেলে নগরীর সেন্ট্রাল রোডস্থ দলীয় কার্যালয় থেকে শোডাউনটি বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
×