ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

তফসিলের পর ৯ হাজার ২০২ জনকে গ্রেফতার করা হয়েছে ॥ রিজভী

প্রকাশিত: ০৪:৪২, ২৮ ডিসেম্বর ২০১৮

তফসিলের পর ৯ হাজার ২০২ জনকে গ্রেফতার করা হয়েছে ॥ রিজভী

স্টাফ রিপোর্টার ॥ ৮ নবেম্বর তফসিল ঘোষণার পর থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত বিএনপির মোট ৯ হাজার ২০২ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, এ সময় দলের নেতাকর্মীদের নামে মামলা দেয়া হয়েছে ৮০৬টি। হামলা করা হয়েছে ২ হাজার ৭১৬ বার। আর আহত হয়েছে ১২ হাজার ৫৮৮ জন। এর মধ্যে মারা গেছে ৮ জন। বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। ইউটিউবে ভুয়া ভিডিও আপলোড, যুবক গ্রেফতার স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও পুলিশকে নিয়ে ইউটিউবে ভুয়া ভিডিও আপলোডের অভিযোগে জিয়াউর রহমান (২৭) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ডিএমপির সাইবার সিকিউরিটি বিভাগ। এ সময় তার কাছ থেকে মোবাইল, ল্যাপটপ ও সিম জব্দ করা হয়েছে। ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের সোশ্যাল মিডিয়া মনিটরিং টিমের এডিসি নাজমুল ইসলাম জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় নোয়াখালীর সেনবাগ থেকে তাকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ওই ইউটিউব চ্যানেলটির নিয়ন্ত্রণ নিয়ে নেয় পুলিশ। এডিসি নাজমুল ইসলাম জানান, জিয়াউর রহমান উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার ইউটিউব চ্যানেলে সেনাবাহিনী দ্বারা পুলিশকে মারপিটের ভুয়া ভিডিও আপলোড করে জননিরাপত্তা ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে।
×