ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

‘নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছেন বিএনপি প্রার্থী আলমগীর কবির’

প্রকাশিত: ০৩:৫১, ২৮ ডিসেম্বর ২০১৮

‘নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছেন বিএনপি প্রার্থী আলমগীর কবির’

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২৭ ডিসেম্বর ॥ নওগাঁ-৬ (রানীনগর-আত্রাই) আসনের বিএনপির প্রার্থী আলমগীর কবির নির্বাচনকে বানচাল করতে ষড়যন্ত্র করছেন বলে অভিযোগ তুলেছেন আওয়ামী লীগের প্রার্থী ইসরাফিল আলম এমপি। বৃহস্পতিবার সকালে রানীনগর উপজেলা সদরের নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন তিনি। সংবাদ সম্মেলনে ইসরাফিল আলম অভিযোগ করেন, বিগত ২০০১ থেকে ২০০৫ সালে চারদলীয় জোট সরকারের শাসনামলে আলমগীর কবির প্রতিমন্ত্রী ও এমপি থাকা অবস্থায় আত্রাই ও রানীনগরকে একটি রক্তাক্ত জনপদে পরিণত করেছিলেন। তার পৃষ্ঠপোষকতায় জেএমবির সেই বাংলাভাইসহ বিভিন্ন জঙ্গী সংগঠন এ এলাকার ৭৬ জন মানুষকে হত্যা করে। শত শত মানুষ পঙ্গু হয়ে আজও দুর্বিষহ জীবনযাপন করছেন। ফলে হাজার হাজার ভুক্তভোগী মানুষ তার প্রতি বিক্ষুব্ধ। ২০০৫ সালে আলমগীর কবির বিএনপি ত্যাগ করে বিকল্পধারায় যোগ দেয়ার পর থেকে অনেকটা লোকান্তরিত হয়ে যান। এরপর থেকে বিগত ১২ বছর ধরে এলাকায় শান্তি বিরাজ করছিল। কিন্তু একাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগ মুহূর্তে তিনি আবারও বিএনপিতে যোগ দেয়ার পর রাজনৈতিক কর্মকা- শুরু করলে এ এলাকা আবারও অশান্ত হয়ে উঠেছে। এ বিষয়ে আলমগীর বলেন, ‘আমি কখনই ষড়যন্ত্র করিনি।
×