ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

থানায় বৈধ অস্ত্র জমা দিতে এসে গুলি বের হওয়ায় জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা আটক

প্রকাশিত: ০৮:০২, ২৫ ডিসেম্বর ২০১৮

থানায় বৈধ অস্ত্র জমা দিতে এসে গুলি বের হওয়ায় জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা আটক

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জ নগরীর সদর থানায় নির্বাচনের আগে বৈধ অস্ত্র থানায় জমা দিতে এসে গুলি বের হয়ে যাওয়ার অভিযোগে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য আল জয়নালকে আটক করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে দশটার দিকে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভেতরে এই ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান। ওসি জানান, সোমবার রাত সাড়ে দশটার দিকে জাতীয় পার্টির নেতা জয়নাল আবেদীন তার লাইসেন্স করা অস্ত্রটি থানায় জমা দিতে আসেন। এসময় ডিউটি অফিসার এএসআই আনোয়ার হোসেনের কাছে অস্ত্রটি জমা দেয়ার সময় আকস্মিকভাবে একটি গুলি বের হয়ে যায়। তবে গুলিটি কারো গায়ে লাগেনি। ওসি কামরুল ইসলাম আরও জানান, বিষয়টি উদ্দেশ্যমূলক না নিছক দুর্ঘটনা তা আমরা খতিয়ে দেখছি। এ কারণে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
×