ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

হলি আর্টিজান হামলা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু

প্রকাশিত: ০৫:৪৯, ৪ ডিসেম্বর ২০১৮

হলি আর্টিজান হামলা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু

কোর্ট রিপোর্টার ॥ গুলশানে হলি আর্টিজান জঙ্গী হামলা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালে সোমবার মামলার বাদী গুলশান থানার তৎকালীন এসআই রিপন কুমার দাসের আংশিক সাক্ষ্যগ্রহণ হয়। জবানবন্দী প্রদানের সময় ঘটনাস্থল থেকে বাদীর জব্দকৃত ২৫ প্রকার আলামত বিচারকের সামনে উপস্থাপিত হলে তিনি তা শনাক্ত করেন। আলামতের মধ্যে আছে হামলায় আসামিদের ব্যবহৃত তিনটি দশমিক ২২ বোরের মেশিনগান ও পাঁচটি বিদেশী পিস্তল, সাতটি মেশিনগানের ম্যাগজিন, পিস্তলের ছয়টি ম্যাগজিন, পিস্তলের ৩৪ রাউন্ড তাজাগুলি, মেশিনগানের ৭৯ রাউন্ড তাজাগুলি, গ্রেনেডের নয়টি সেফটি পিন, তিন শতাধিক গুলির খোসা, দুটি চাপাতি ও দুটি ছোরা। বাদীর জবানবন্দী শেষ হওয়ার পর আসামি রিগ্যান ও রাষ্ট্রপক্ষের আইনজীবী ফারুক আহমেদ প্রায় ১ ঘণ্টা তাকে জেরা করেন। পরে বিচারক মোঃ মজিবুর রহমান মঙ্গলবার পর্যন্ত সাক্ষ্যগ্রহণ মুলতবি করেন। গত ২৩ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা কাউন্টার টেররিজম বিভাগের পরিদর্শক হুমায়ূন কবির আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। ২৬ নবেম্বর ট্রাইব্যুনাল আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে ৩ ডিসেম্বর সাক্ষ্যগ্রহণের দিন ঠিক করেন। ২০১৬ সালের ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গীরা হামলা চালিয়ে ১৭ বিদেশীসহ ২০ জনকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে।
×