ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

রুশ সংস্কৃতি কেন্দ্রে মুক্তিযুদ্ধের আলোকচিত্র প্রদর্শনী

প্রকাশিত: ০৪:৫৩, ৩ ডিসেম্বর ২০১৮

 রুশ সংস্কৃতি কেন্দ্রে  মুক্তিযুদ্ধের  আলোকচিত্র প্রদর্শনী

স্টাফ রিপোর্টার ॥ বিজয়ের মাসে ধানমন্ডিতে রুশ বিজ্ঞান ও সংস্কৃতি কেন্দ্রে শুরু হলো মুক্তিযুদ্ধের আলোকচিত্র ও পেইন্টিং প্রদর্শনী। এতে স্থান পেয়েছে বায়ান্ন ভাষা আন্দোলন থেকে শুরু করে বাঙালীর স্বাধিকার আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধ পরবর্তী বঙ্গবন্ধুর হাত ধরে স্বাধীন দেশের পথচলার বেশকিছু ঐতিহাসিক ও দুর্লভ আলোকচিত্র। মুক্তিযুদ্ধ একাডেমি রুশ বিজ্ঞান ও সংস্কৃতি কেন্দ্রের সহযোগিতায় এ প্রদর্শনীর আয়োজন করেছে। রবিবার সকালে প্রদর্শনীর উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন নূহ আলম লেনিন, গণসঙ্গীত শিল্পী ফকির আলমগীর, মুক্তিযুদ্ধ একাডেমির চেয়ারম্যান ড. আবুল আজাদ, রুশ বিজ্ঞান ও সংস্কৃতি কেন্দ্রের পরিচালক আলেক্সান্ডার পি. ডেওমিন, আজিজুর রহমান আজিজ, অধ্যাপক হারুন অর রশিদ, অধ্যাপক মনিরুজ্জামান, ক্যাপ্টেন মাহফুজ আলম বেগ, মুক্তিযুদ্ধে মাউন্ট ডিভিশনের ক্যাপ্টেন নাজমুল হাসান পাখি, খালেকুজ্জামান ফারুক প্রমুখ। প্রদর্শনীটি শুধু আলোকচিত্র প্রদর্শনী নয় এর সঙ্গে যুক্ত হয়েছে সেই ছবির সঙ্গে সংশ্লিষ্ট ইতিহাস। এতে স্থান পেয়েছে বায়ান্নর ভাষা আন্দোলন, ২১ ফেব্রুয়ারির আন্দোলন, প্রথম শহীদ মিনার নির্মাণ, ছায়ানটের রবীন্দ্র শতবার্ষিকী উদ্যাপন, ছয় দফা আন্দোলনের সময় বঙ্গবন্ধুর পথে প্রান্তরে ঘুরে বেড়ানো, ১৯৭০ সালের নির্বাচনের আগে দেশজুড়ে তার প্রচার সভা, মুক্তিযুদ্ধের শরণার্থী শিবির, মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ, তাদের অপারেশন, মিত্রবাহিনীর সঙ্গে যৌথ অপারেশন, বিভিন্ন স্থানে পরাজিত পাকিস্তানী বাহিনীর সাদা পতাকা উঁচিয়ে আত্মসমর্পণের চিত্র, সোহরাওয়ার্দী উদ্যানে পাকিস্তানী বাহিনীর আত্মসমর্পণ, মুক্তিযুদ্ধের পর ইন্দিরা গান্ধীর বাংলাদেশ সফর, সোহরাওয়ার্দী উদ্যানে নৌকা-মঞ্চে বক্তৃতাসহ আরও বেশকিছু ছবি। প্রদর্শনীতে মোট ১২০টি আলোকচিত্র স্থান পেয়েছে। এছাড়া, কিছু পেইন্টিংও রয়েছে। প্রদর্শনী চলবে ৬ ডিসেম্বর পর্যন্ত। প্রদর্শনীর পাশাপাশি মুক্তিযুদ্ধ একাডেমির উদ্যোগে আজ সোমবার বিকেলে রুশ বিজ্ঞান ও সংস্কৃতি কেন্দ্রে রয়েছে মুক্তিযোদ্ধা সংবর্ধনা, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
×