ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

ব্রিগেডিয়ার জেনারেল মোস্তফা কামাল পাশা নয়া আইজি প্রিজন

প্রকাশিত: ০৫:৫৮, ২৯ নভেম্বর ২০১৮

ব্রিগেডিয়ার জেনারেল মোস্তফা কামাল পাশা নয়া আইজি প্রিজন

স্টাফ রিপোর্টার ॥ নতুন কারা মহাপরিদর্শক হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মোস্তফা কামাল পাশাকে নিয়োগ দিয়েছে সরকার। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব মুহাম্মদ আবদুল লতিফ স্বাক্ষরিত আদেশে বাংলাদেশ সেনাবাহিনীর উর্ধতন কর্মকর্তা এ কে এম মোস্তফা কামাল পাশাকে প্রেষণে এ নিয়োগ দিয়ে তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে ন্যস্ত করা হয়েছে। একইসঙ্গে বর্তমানে কারা মহাপরিদর্শকের দায়িত্বে থাকা ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীনকে সেনাবাহিনীতে ফিরিয়ে নিতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। নতুন কারা মহাপরিদর্শক সেনাবাহিনীর আর্মড ফোর্সেস মেডিক্যাল ইনস্টিটিউটের কমান্ড্যান্ট হিসেবে গত তিন বছর যাবত কর্মরত রয়েছেন। অত্যন্ত চৌকস ও পারদর্শী এই কর্মকর্তা সেনাবাহিনীর পারদর্শিকতা পদকপ্রাপ্ত ও ন্যাশনাল ডিফেন্স কোর কর্তৃক প্রশিক্ষণ গ্রহণকারী।
×