ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইশতেহারে খেলাধুলাকে গুরুত্ব দেয়ার প্রতিশ্রুতি আ.লীগ-বিএনপির

প্রকাশিত: ০৪:২৩, ২৮ নভেম্বর ২০১৮

ইশতেহারে খেলাধুলাকে গুরুত্ব দেয়ার প্রতিশ্রুতি আ.লীগ-বিএনপির

স্পোর্টস রিপোর্টার ॥ নির্বাচনী ইশতেহারে বরাবরই ক্রীড়াঙ্গন উপেক্ষিত। তবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধান দুই দল আওয়ামী লীগ ও বিএনপি ক্রীড়াকে গুরুত্ব দিয়ে মেন্যুফেস্টো দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। এমনটাই জানিয়েছেন আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক হারুনুর রশিদ এবং বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল হক। যার মূল প্রতিপাদ্য হবে দীর্ঘমেয়াদে ক্রীড়াক্ষেত্রে সাফল্যের রূপরেখা। নির্বাচন আসছে। প্রতিশ্রুতি আর আশ্বাসের ডালি নিয়ে তৈরি সম্ভাব্য প্রার্থীরা, আর বড় দলগুলোর শেষ মুহূর্তের ব্যস্ততা প্রার্থী বাছাইয়ের সঙ্গে ইশতেহার তৈরিতে। শিক্ষা-স্বাস্থ্য-অবকাঠামো থেকে শুরু করে ডিজিটাল দেশ গঠনের সব উপকরণ থাকে ইশতেহারে। তবে দেশের সবচেয়ে বড় ব্র্যান্ডটাই কেন যেন উপেক্ষিত। ক্রীড়াঙ্গন আর ক্রীড়ানীতি নিয়ে যা থাকে তা না থাকলেই নয়। এক দশক ক্ষমতায় থাকা বাংলাদেশ আওয়ামী লীগ ভোটযুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে। ডিজিটাল বাংলাদেশের রূপকল্পে সফল দলটা এবারের ইশতেহারে ক্রীড়াকে গুরুত্ব দিতে চায়Ñ জানান যুব ও ক্রীড়া সম্পাদক হারুনুর রশীদ। দুই প্রধান রাজনৈতিক দলের নীতিগত বিরোধ থাকলেও ইশতেহারে দীর্ঘমেয়াদী ক্রীড়া পরিকল্পনা রাখবে আওয়ামী লীগ-বিএনপি। ওবায়দুল কাদের, সাবের চৌধুরী, নাজমুল হাসান, মুস্তফা কামাল ক্ষমতাসীন দলের প্রভাবশালী ব্যক্তিত্ব। তবে গত এক দশকে অভন্ত্যরীণ দ্বন্দ্ব প্রকট ছিল বিভিন্ন ফেডারেশনে। কারণটা জানালেন ক্ষমতাসীন দলের যুব ও ক্রীড়া সম্পাদক, সেই সঙ্গে আবারও ক্ষমতায় এলে পুনরাবৃত্তি না করার প্রতিশ্রুতি তার। ইশতেহার আর বাস্তবতা অনেক সময় ভিন্ন হয়। যে সরকারই আসুক, নির্বাচন শেষে যেন ক্রীড়া ফেডারেশনে ওলট-পালট না হয়। এমনটাই প্রত্যাশা ক্রীড়ামোদীদের।
×