ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

ড. কামালের নেতা তারেক ॥ হাছান মাহমুদ

প্রকাশিত: ০৪:২৪, ২৭ নভেম্বর ২০১৮

ড. কামালের নেতা তারেক ॥ হাছান মাহমুদ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ ড. কামাল হোসেন জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান নেতা নন। তিনিসহ ফ্রন্টের সকলের নেতা তারেক রহমান। তার কথাই চূড়ান্ত। লন্ডনে বসে তারেক রহমান ঠিক করে দেবেন নির্বাচনে কারা বিএনপির পক্ষ থেকে মনোনয়ন পাচ্ছেন। এমনকি জাতীয় ঐক্যফ্রন্টের চূড়ান্ত তালিকাও তারেক রহমান ফাইনাল করবেন। সোমবার চট্টগ্রাম নগরীর দেওয়ানজী পুকুরপাড় এলাকায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে কথাগুলো বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ। বিএনপির আগ্রহী প্রার্থীদের সাক্ষাতকার গ্রহণের তীব্র সমালোচনা করে তিনি বলেন, কোন আচরণবিধি বলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও দুর্নীতির দায়ে ১০ বছরে কারাদ-প্রাপ্ত আসামি তারেক রহমান তাদের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকার নিলেন? জাতীয় ঐক্যফ্রন্টের নেতৃত্ব নিয়ে প্রশ্ন রেখে তিনি বলেন, তারেক রহমানই বিএনপি এবং ঐক্যজোটের মনোনয়ন ফাইনাল করছেন। ড. কামাল হোসেন, মাহমুদুর রহমান মান্না এবং আ স ম রবসহ আরও যারা ঐক্যফ্রন্টে আছেন, তাদের সকলের নেতা তারেক রহমান। আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ এনে বলেন, গত কয়েকদিন ধরে তিনি মিথ্যা কথা বলে চলেছেন। বিএনপি এ নেতার কাজ হচ্ছে প্রতিদিন একটি সংবাদ সম্মেলন করে মিথ্যাচার ও প্রোপাগান্ডা ছড়ানো। তিনি সরকারী কর্মকর্তাদের একটি বানোয়াট বৈঠকের কথা প্রচার করে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছেন। ২০ তারিখে অফিসার্স ক্লাবে যে সময় বৈঠকের কথা বলা হয়েছে, ওই সময়ে প্রধানমন্ত্রী সচিব ইডকলের একটি বৈঠকে ছিলেন, যে ছবি পরদিন পত্রিকায় বেরিয়েছে, ভিডিও ফুটেজও আছে। প্রধানমন্ত্রীর এপিএস তখন প্রধানমন্ত্রীর কার্যালয়ে ছিলেন একের পর এক মিথ্যাচার চালিয়ে বিএনপি নেতা রিজভী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে চলেছেন।
×