ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

চাঁপাইয়ে গ্রাহকের ৫০ কোটি টাকা নিয়ে উধাও এনজিও কর্মী

প্রকাশিত: ০৪:৩৪, ২১ নভেম্বর ২০১৮

  চাঁপাইয়ে গ্রাহকের ৫০ কোটি টাকা নিয়ে উধাও এনজিও কর্মী

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ প্রায় ৫০ কোটি টাকা নিয়ে পালিয়েছে এক এনজিও নেতা। তার নাম মাসুদ রানা। বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিয়ে ‘সিয়াম শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়ন ফাউন্ডেশন’ নামক একটি প্রতিষ্ঠান খুলে এই ব্যবসা চালিয়ে আসছিল। ক্ষুদ্র ঋণের আওতায় ১ লাখ টাকা জমা দিলে তাকে প্রতিমাসে হাজার টাকা করে লাভ দিবে। ফলে সহস্র্রাধিক গ্রাহক তাদের টাকা জমা দিয়েছিল। তারা এখন নিঃস্ব হয়ে পথের ফকিরে পরিণত হয়েছে। এনজিওটির প্রধান কার্যালয় সদর থানার বারঘরিয়া প্রধান অফিসসহ প্রতিটি শাখা অফিসে তালা ঝুলছে। মালিক ও কর্মচারীরাও বাড়িঘর ছেড়ে পলিয়েছে। পরিকল্পিতভাবে টাকা নিয়ে পালিয় যাবার পর আইনশৃঙ্খলা বাহিনী নড়েচড়ে বসে। সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করলে পুলিশ মাসুদ রানাকে ধরতে বা তার সন্ধানে পুলিশ একাধিক অভিযান পরিচালনা করেও ব্যর্থ হন। বারঘরিয়া, লক্ষীপুর সিয়ামের শাখা কার্যালয়ে শনিবার বিকেলে গিয়ে দেখা যায় শত শত বঞ্চিত মানুষ জড়ো হয়। চাঁপাইনবাবগঞ্জ সমাজ সেবা অধিদফতরের সহকারী পরিচালক সিরাজ মনির আফতাবী জানান বিষয়টি তারা খতিয়ে দেখছেন।
×