ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

নির্বাচনে খালেদা জিয়ার অংশগ্রহণে কোন বাধা নেই ॥ ফখরুল

প্রকাশিত: ০৫:৩১, ২০ নভেম্বর ২০১৮

  নির্বাচনে খালেদা জিয়ার অংশগ্রহণে কোন  বাধা নেই ॥ ফখরুল

স্টাফ রিপোর্টার ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার কোন বাধা নেই মন্তব্য করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন তিনি নির্বাচনে অংশ নেবেন। তিনি এখনও নির্বাচনের যোগ্য। নিঃসন্দেহে তিনি নির্বাচন করতে পারবেন বলে আমরা বিশ্বাস করি। সোমবার বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে বরিশাল বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকার শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। এক প্রশ্নের জবাবে ফখরুল বলেন, নির্বাচনে এখনও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি। তিনি বলেন, সংলাপের সময় বলা হয়েছিল তফসিল ঘোষণার পর আর কোন মামলা হবে না। কিন্তু ক্ষোভের বিষয় হলো আমাদের যে সব প্রার্থীর জয়ী হওয়ার সম্বাবনা রয়েছে তাদের নামে মামলা দেয়া হচ্ছে, তাদের ধরে নিয়ে যাওয়া। আদালতকে ব্যবহার করে এ সব মামলায় শুনানি বা জামিনের তারিখ নির্বাচনের পরে দেয়া হচ্ছে। এর মাধ্যমে স্পষ্ট বোঝা যাচ্ছে, এক ধরনের নীলনক্সা বাস্তবায়নের চেষ্টা চলছে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যারা দলের প্রতি অনুগত ও আস্থাবান তাদেরই মনোনয়ন দেয়া হবে। ফখরুল জানান, দ্বিতীয় দিন মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকারে বরিশাল ও খুলনা বিভাগের বরিশালের ১৮৩ মনোনয়ন প্রত্যাশী অংশ নিয়েছেন। তিনি বলেন, দেশের মানুষের অধিকার ফিরিয়ে আনার জন্য যে আন্দোলন বিএনপি ও ঐক্যজোট শুরু করেছে সেই আন্দোলনের অংশ হিসেবে আমরা নির্বাচনে অংশ নিচ্ছি। শত প্রতিকূলতার মধ্যেও আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতার পরিবর্তনে বিশ্বাস করি। আর সে জন্য একটা অসমতল নির্বাচনী মাঠে নির্বাচনী প্রক্রিয়ার অংশ হিসেবে যারা নির্বাচনে প্রার্থী হতে আগ্রহী তাদের সাক্ষাতকার নিচ্ছি। ফখরুল বলেন, আমরা দেখছি আমাদের প্রার্থীদের গ্রেফতার করা হচ্ছে, জেলে নেয়া হচ্ছে। বিশেষ করে যারা সম্বাব্য প্রার্থী তাদের মামলা দিয়ে গ্রেফতার করা হচ্ছে। আমরা এসব বিষয় নির্বাচন কমিশনের গোচরে দিয়েছি, সরকারের গোচরে দিয়েছি। কিন্তু এসব বিষয়ে এখনও কোন ব্যবস্থা নেয়া হচ্ছে না। মির্জা ফখরুল বলেন, নির্বাচন ব্যবস্থা নিয়ে যা চলছে এখনও তাতে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে আমি মনে করি না। তাই আমরা আবারও আহ্বান করব অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য সব গ্রেফতার বন্ধ করতে হবে। বিশেষ করে খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। প্রার্থিতা নিয়ে কোন্দল আছে কি-না জানতে চাইলে ফখরুল বলেন, আমাদের প্রার্থিতা নিয়ে কোন কোন্দল নেই। যাকে দল সমর্থন দিবে তার পক্ষে সবাই কাজ করবে। কারণ এটা আমাদের চূড়ান্ত আন্দোলনের অংশ। তাই আমাদের একক প্রার্থী এবার ভোটে অংশ নিবে। কারণ এ নির্বাচনের ওপর নির্ভর করছে বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যত। শীঘ্রই বিএনপির ইশতেহার : গুলশান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এবার দুর্নীতিমুক্ত উন্নয়নের ইশতেহার দেবে বিএনপি। শীঘ্রই ইশতেহার প্রকাশ করা হবে। তাতে থাকবে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের নিশ্চয়তা। খসরু বলেন, জনকল্যাণমূলক রাষ্ট্রের জন্য ইশতেহার প্রস্তুত করছে বিএনপি। নির্বাচনের জন্য এখনও লেভেল প্লেয়িং ফিল্ড হয়নি মন্তব্য করে তিনি বলেন, আমরা যে ৭টি দাবি দিয়েছিলাম তার একটিও মানা হয়নি। তারপরও আমরা নির্বাচনে আছি। আশা করছি সবার জন্য সমান সুযোগ সৃষ্টি হবে। জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনবে। ফেনী মার্কা নির্বাচনের আলামত পাওয়া যাচ্ছে-রিজভী : পুলিশের বেপরোয়া আচরণ ও হয়রানিতে আবারও ফেনী মার্কা নির্বাচনের আলামত পাওয়া যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। রিজভী বলেন, বিএনপির নেতাকর্মীদের ওপর সীমাহীন জুলুমের পরও এখন দিনরাত বাড়িতে বাড়িতে হানা দিয়ে তল্লাশির নামে আইনশৃঙ্খলা বাহিনী হয়রানি করা হচ্ছে। নেতাকর্মীদের বাড়িতে না পেয়ে পরিবারের সদস্যদের ওপরও হামলা করছে, মারধর করছে, কিংবা পরিবারের সদস্যদের ধরে নিয়ে যাচ্ছে। রিজভী বলেন, প্রিজাইডিং অফিসারদের নামের তালিকা সংগ্রহ করে বিএনপির কোন লোক সেখানে আছে কি না তা তদারকি করছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ছাড়া স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষকদের মধ্যে কারা কারা সরকার দলের সমর্থক, কারা বিরোধী দলের সমর্থক তাদের তালিকা করছে তারা। বিরোধী মতের সমর্থক হলে তাদের নির্বাচনী কার্যক্রম থেকে বিরত রাখা হচ্ছে বা তাদের হুমকি দিয়ে বলা হচ্ছে, আপনারা নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করবেন না।
×