ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

নির্বাচকদের ভাবনায় তিন ফরমেটেই আলাদা দল

প্রকাশিত: ০৭:০৮, ১৮ নভেম্বর ২০১৮

নির্বাচকদের ভাবনায় তিন ফরমেটেই আলাদা দল

স্পোর্টস রিপোর্টার ॥ কয়েকজন ক্রিকেটার আছেন। যাদের সব ফরমেটেই রাখতে হবে। টেস্ট, ওয়ানডে, টি২০তে তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, মাহমুদুল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান নিয়মিত থাকবেনই। এই পাঁচজনের বাইরে দল গড়তে আরও ১০ জন লাগে। সেই ক্রিকেটারদের বেলাতে নির্বাচকরা ভাবছেন, তিন ফরমেটে আলাদা ক্রিকেট সেট করে ফেলার। এখন থেকে তিন ফরমেটেই আলাদা দল দেখা যাবে। সাবেক সফল অধিনায়ক ও নির্বাচক কমিটির সদস্য হাবিবুল বাশার সুমন এমনটিই জানান। রুবেল হোসেনকে এখন আর টেস্টে দেখা যাচ্ছে না। আর তাই হাবিবুলের কাছে সাংবাদিকদের রুবেলকে নিয়ে প্রশ্ন ছিল। রুবেল ইস্যুতেই হাবিবুল বিষয়টি খোলাসা করেন। তিনি বলেন, ‘রুবেল খেলার জন্য ফিট। কিন্তু আমরা আসলে চেষ্টা করছি কিছু খেলোয়াড়কে আলাদা করে ফেলার, যাদের আমরা শুধু টেস্টে চিন্তা করব, কাউকে হয়তো শুধু ওয়ানডে কিংবা টি২০তে বিবেচনা করব। আসলে তাদের ওপর চাপটা কমাতে চাইছি। খেলোয়াড়রাও তেমনটাই চাইছেন। ভবিষ্যতে হয়তো আমরা এটা করে ফেলব।’ রুবেলের টেস্ট খেলা নিয়ে আসলে খুব বেশি খুশি হওয়ারও কিছু নেই। রুবেল সর্বশেষ ইনিংসে ৩ উইকেট নিতে পেরেছিলেন ২০১১ সালে। এরপর টেস্টে তার শুধু ব্যর্থতাই সঙ্গী হয়েছে। নির্বাচকরা তাই নতুন দিয়ে চেষ্টা করছেন। তাইতো খালেদ আহমেদের মতো গতিময় পেসারদের দলে রাখা হয়েছে। নির্বাচকরাও রুবেলের টেস্টে নৈপুণ্য নিয়ে খুশি নন। হাবিবুল বলেছেন, ‘রুবেল অবশ্যই ওয়ানডে ও টি২০তে খুব ভাল বল করে। তবে তার টেস্ট পারফর্মেন্স নিয়ে আমরা খুব একটা খুশি নই। এ জন্যই খালেদের মতো নতুনদের দিয়ে চেষ্টা করছি। ভবিষ্যতে খেলবে না তা নয়, তবে এই মুহূর্তে না।’ টেস্টে নতুন দলের দিকে এগিয়েও চলেছে বাংলাদেশ। হাবিবুল জানান, ‘আমাদের ভবিষ্যত পরিকল্পনা আসলে সেটাই। কারণ সামনে আমাদের প্রচুর খেলা আছে। একজন খেলোয়াড় সব ফরর্মেটের চাপটা নিতে পারবেন কি না সেটা ভাবতে হবে।’ জিম্বাবুইয়ের বিপক্ষে টেস্ট সিরিজে চারজন নতুন খেলোয়াড়ের অভিষেক হয়েছে। এই চারজন হলেন-আরিফুল হক, নাজমুল ইসলাম অপু, খালেদ আহমেদ ও মোহাম্মদ মিঠুন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অপুকে রাখা হয়নি দলে। তবে জিম্বাবুইয়ের বিপক্ষে চারজনের নৈপুণ্য নিয়ে এখন মন্তব্য করতে রাজি হননি হাবিবুল। বলেছেন, ‘এটা নিয়ে এখনই সিদ্ধান্তে আসা একটু জলদি হয়ে যায়। তাদের প্রায় সবাই ওয়ানডে খেলেছে। কেউই একেবারে নতুন নয়। মিঠুন অনেকদিন ধরেই খেলছে। শেষ টেস্টের দ্বিতীয় ইনিংসে খুব দারুণ একটা ইনিংস খেলেছে। খালেদ উইকেট না পেলেও বেশ ভালই করেছে। সবমিলিয়ে তাদের ভবিষ্যত ভাল বলেই মনে হচ্ছে।’ ওয়ানডে ও টি২০তে নিয়মিত ভাল খেললেও টেস্টে খুব একটা ভাল কাটছে না লিটন দাসের। বিশেষ করে টপ অর্ডারে তার পারফর্মেন্স হতাশাজনক। এটা নিয়ে চিন্তিত নির্বাচকরাও। লিটন কুমার দাসকে বাদ দেয়া হয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের দল থেকে। হাবিবুল লিটনকে নিয়ে বলেছেন, ‘ওর টপঅর্ডারে পারফর্মেন্স নিয়ে আমরাও চিন্তিত। দুটি টেস্টেই টপঅর্ডারে সে খুব একটা ভাল করতে পারেনি। তবে চারটা ইনিংস দেখেই সিদ্ধান্তে আসাটা মুশকিল। ওর প্রথম শ্রেণীর পারফর্মেন্স কিন্তু দারুণ। ডাবল সেঞ্চুরিও আছে। ওয়ানডে ও টি২০তে ভাল খেলছে। ওই যে বললাম, আমাদের হাতে অপশন আছে। কাউকে হয়তো আলাদা করে টেস্টের জন্য বাছাই করা হবে।’
×