ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

জোটবদ্ধ নির্বাচন করার বিষয়টি ইসিকে আজ জানিয়ে দেবে আওয়ামী লীগ

প্রকাশিত: ০৮:৫০, ১১ নভেম্বর ২০১৮

জোটবদ্ধ নির্বাচন করার বিষয়টি ইসিকে আজ জানিয়ে দেবে আওয়ামী লীগ

বিশেষ প্রতিনিধি ॥ আগামী জাতীয় সংসদ নির্বাচন জোটগতভাবে অংশ গ্রহণের বিষয়টি আজ রবিবার নির্বাচন কমিশনকে জানিয়ে দেবে আওয়ামী লীগ। গণপ্রতিনিধিত্ব আদেশে নিবন্ধিত দলগুলো জোটবদ্ধ হয়ে যে কোন একটি দলের প্রতীক ব্যবহার করতে চাইলে তা তফসিল ঘোষণার পরবর্তী তিন দিনের মধ্যে নির্বাচন কমিশনকে (ইসি) জানানোর বিধান থাকায় আজ রবিবার শেষ হচ্ছে সে সময়সীমা। শনিবার রাতে ধানমÐির আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, এখন মেরুকরণ সমীকরণ চলছে। জোটবদ্ধভাবে নির্বাচন করার ব্যাপারে আমরা ইসির কাছে সময় চাইব। পরে রাতে গণভবনে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠক করেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আজ রবিবার ইসিকে বিষয়টি জানানো হবে। বৈঠক সূত্র জনকণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছে।
×