ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

পাবনায় কলেজছাত্র খুন

প্রকাশিত: ০৬:৪৩, ৮ নভেম্বর ২০১৮

পাবনায় কলেজছাত্র খুন

নিজস্ব সংবাদদাতা, পাবনা, ৭ নবেম্বর ॥ মোবাইলে ডেকে নিয়ে মিশকাত মিশু নামের এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে শহরের এ্যাডওয়ার্ড কলেজ ক্যাম্পাসে এ হত্যাকা- ঘটেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। নিহত কলেজছাত্র পৌর এলাকার শিবরামপুর মহল্লার বাসিন্দা ও পাবনা কলেজের সহকারী অধ্যাপক গোলাম মোস্তফার ছেলে। মিশু পাবনা সরকারী এ্যাডওয়ার্ড কলেজের রসায়ন বিভাগের ছাত্র। জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে শহরের রাধানগর এলাকায় প্রাইভেট পড়াতে যান মিশকাত মিশু। এ সময় তাকে মোবাইল ফোনে পাবনা সরকারী এ্যাডওয়ার্ড কলেজের ভেতরে ডেকে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে মিশকাতকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মিশু। রাজশাহীতে চালক স্টাফ রিপোর্টার রাজশাহী থেকে জানান, ফের শরিফুল ইসলাম ওরফে মুন্না (৩৮) নামে এক ব্যাটারিচালিত অটোরিক্সা চালককে খুন করা হয়েছে। তাকে হত্যা করে অটোরিক্সাটি নিয়ে গেছে দুর্বৃত্তরা। তিনি নগরীর কাশিয়াডাঙ্গা এলাকার মান্নানের ছেলে। এ নিয়ে গত দুই মাসে রাজশাহী ও নাটোরের বিভিন্ন উপজেলায় ৭ জন ভ্যান ও অটোরিক্সা চালককে খুন করে ভ্যান নিয়ে গেছে দুর্বৃত্তরা। এর আগে গত ১ নবেম্বর রাজশাহীর চারঘাট উপজেলায় এক কিশোর ভ্যানচালককে খুনের পর ভ্যান নিয়ে পালানোর পথে একজনকে আটক করেন গ্রামবাসী। সর্বশেষ শরিফুল ইসলামকে হত্যা করা হয় রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার সিটিহাট এলাকায়। মঙ্গলবার রাতে ঘটে এই হত্যাকা-ের ঘটনা। রাতেই পুলিশ তার লাশ উদ্ধার করে। সকালে ময়নাতদন্তের জন্য লাশ রাজশাহী মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে। আড়াইহাজারে অর্ধগলিত লাশ স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ থেকে জানান, মেঘনা নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির (৩৮) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুুরে খাগকান্দার নয়াপাড়া এলাকায় থেকে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জের জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। মরদেহের অধিকাংশই পচে যাওয়ায় তার পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। কেরানীগঞ্জে বড় ভাই নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ থেকে জানান, পছন্দের মেয়েকে বিয়ে করাতে রাজি না হওয়ায় ছোট ভাইয়ের হাতে খুন হয়েছেন বড় ভাই। মঙ্গলবার সকালে কেরানীগঞ্জের খোলামোড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম সাগর (৩৫)। তার গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার নড়িয়া থানাধীন নুরসিং বড়ইতলা এলাকায়। বাবার নাম মৃত সোনা মিয়া। নিহত সাগর, মা ও ভাইবোনদের নিয়ে খোলামোড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন। জানা যায়, ছোট ভাই শাহিনের সঙ্গে প্রতিবেশী এক মেয়ের সম্পর্ক রয়েছে। সেই মেয়েকে সে বিয়ে করবে বলে পরিবারকে জানায় শাহিন। কিন্তু পরিবারের কেউ এ বিয়েতে রাজি হয়নি। এ নিয়ে মঙ্গলবার সকালে শাহিনের সঙ্গে বড় ভাই সাগরের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শাহিন ঘর থেকে একটি ধারালো ছুরি এনে বড় ভাইয়ের গলায় চালিয়ে দেয়। মাটিতে লুটিয়ে পড়ে সাগর। এ সময় শাহিন পালিয়ে গেলেও পরে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ তাকে ঢাকার নাজিরাবাগ এলাকা থেকে গ্রেফতার করে। পরে সাগরকে উপজেলা হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় রাজধানীর হৃদরোগ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন ডাক্তার। হৃদরোগ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক সাগরকে মৃত ঘোষণা করেন। রূপগঞ্জে যুবতী নিজস্ব সংবাদদাতা রূপগঞ্জ থেকে জানান, এক যুবতীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার উপ-শহরের ১০নং সেক্টরের হারার বাড়ি এলাকা থেকে ওই যুবতীর লাশ উদ্ধার করা হয়। এখনও লাশের নাম পরিচয় পাওয়া যায়নি বলে পুলিশ জানায়। জানা গেছে, পূর্বাচল উপ-শহরের ১০ সেক্টরের হারার বাড়ি এলাকার রাস্তার পাশে একটি ঝোপে অজ্ঞাত এক যুবতীর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
×