ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

ভাঙ্গায় আড়ত নির্মাণ নিয়ে সংঘর্ষে আহত ২৩

প্রকাশিত: ০৩:৫৯, ৫ নভেম্বর ২০১৮

 ভাঙ্গায় আড়ত নির্মাণ নিয়ে সংঘর্ষে আহত ২৩

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ৪ নবেম্বর ॥ ভাঙ্গায় মাছের আড়ত ঘর নির্মাণকে কেন্দ্রে করে স্বতন্ত্র এমপি মজিবুর রহমান ওরফে নিক্সন চৌধুরী এবং আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের ২৩ জন আহত হয়েছেন। এ সময় দোকান ও বাড়ি ভাংচুরের ঘটনাও ঘটেছে। রবিবার বেলা ১১টার দিকে ভাঙ্গা পৌর এলাকার পূর্ব হাসামদিয়া মহল্লায় কাজী জাফরউল্লাহ সমর্থক উপজেলা আ.লীগের সহ-সভাপতি ও ভাঙ্গা মাইক্রো সমিতির সভাপতি জাহাঙ্গীর মাতুব্বরের সঙ্গে স্বতন্ত্র এমপির সমর্থক পাঁচ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বজলু মাতুব্বরের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। দফায় দফায় সংঘর্ষে উভয়ে পক্ষের সমর্থক ইটপাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের ২৩ জন আহত হয়। এ সময়ে দুটি মাছের আড়ত ও ৫টি বসতবাড়ি ভাংচুর করে।
×