ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

ডাঃ এম আর খানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা

প্রকাশিত: ০৬:২৫, ৪ নভেম্বর ২০১৮

ডাঃ এম আর খানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা

আগামী ৫ নবেম্বর, সোমবার সকাল ৮টা ৩০ মিনিটে ডাঃ এম আর খান শিশু হসপিটাল এ্যান্ড ইনস্টিটিউট অব চাইল্ড হেলথ-এর আনোয়ারা খান সম্মেলন কক্ষে জাতীয় অধ্যাপক বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ শিশু বন্ধু ডাঃ এম আর খানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মরহুমের সকল আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, ছাত্র-ছাত্রী ও শুভানুধ্যায়ীদের অনুষ্ঠানে উপস্থিত থেকে তার আত্মার মাগফিরাত কামনার জন্য বিনীত অনুরোধ করা যাচ্ছে। উল্লেখ্য যে, ১৯৯৫ সালে সরকার তাকে জাতীয় অধ্যাপক হিসেবে সম্মানিত করেন। এ ছাড়া ২০০৯ সালে একুশে পদক এবং ২০১৬ সালে স্বাধীনতা পুরস্কারসহ বিভিন্ন সম্মানে তিনি সম্মানিত হয়েছেন। জাতীয় অধ্যাপক ডাঃ এম আর খান ছিলেন শিশুদের জন্য নিবেদিত প্রাণ। তিনি দুস্থদের সেবায় ডাঃ এম আর খান এ্যান্ড আনোয়ারা ট্রাস্ট প্রতিষ্ঠা করেন। এই ট্রাস্টের মাধ্যমে গরিব ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান, নার্সিং ইনস্টিটিউটের ছাত্রীদের থাকা-খাওয়ার খরচ, বৃদ্ধ ও বিধবাদের ভাতাসহ মসজিদ ও মাদ্রাসায় প্রতি মাসে সাহায্য প্রদান করা হয়ে থাকে। -বিজ্ঞপ্তি
×