ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

খাশোগির দেহ টুকরো করে এসিডে গলানো হয়

প্রকাশিত: ০৮:২৪, ৩ নভেম্বর ২০১৮

খাশোগির দেহ টুকরো করে এসিডে গলানো হয়

জনকণ্ঠ ডেস্ক ॥ তুরস্কে ইস্তানবুলের সৌদি কনস্যুলেটে সৌদি সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার পর তার দেহ টুকরো টুকরো করে এসিড দিয়ে গলিয়ে ফেলা হয়েছে বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্টের উপদেষ্টা ইয়াসিন আকতে। শুক্রবার ‘দ্য হুরিয়াত’ পত্রিকায় তিনি এ তথ্য জানান। ইয়াসিন আকতে বলেন, এ কাজ করার যুক্তি হতে পারে একটাই। আর তা হচ্ছে, যারা ইস্তানবুলে খাশোগিকে খুন করেছে তারা লাশটিকে বিলীন করে দিয়েছে। যাতে খুনের আর কোন আলামত খুঁজে না পাওয়া যায়। সৌদি আরবের শাসকদের সমালোচক সাংবাদিক খাশোগি গত ২ অক্টোবর তুরস্কে ইস্তানবুলের সৌদি কনস্যুলেটে বিয়ের প্রয়োজনীয় কাগজপত্র আনতে ঢোকার পর আর বেরিয়ে আসেননি। তার লাশ বিলীন করে দেয়া হয়েছে তা প্রমাণ করার মতো কোন ফরেনসিক তথ্যপ্রমাণও মেলেনি। আকতে বলেন, ‘তারা শুধু খাশোগির লাশ কেটে টুকরো টুকরোই করেনি বরং লাশটি সহজে বিলীন করে দেয়ার জন্য তা এসিড দিয়েও পুড়িয়ে ফেলেছে।’ খাশোগির প্রেমিকা হাতিস চেঙ্গিস গার্ডিয়ান ও ওয়াশিংটন পোস্টসহ ৫টি পত্রিকায় লেখা এক সম্পাদকীয়তে খাশোগি খুনে জড়িতদের বিচারের আওতায় আনতে বিশ্ব নেতাদেরকে আহবান জানিয়েছেন। তার এ আহবানের মধ্যেই খাশোগি হত্যা নিয়ে তুরস্ক নতুন এ তথ্য দিল।
×