ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

আড়াইহাজারে গৃহবধূকে হত্যার অভিযোগ

প্রকাশিত: ০৪:১৬, ৩ নভেম্বর ২০১৮

 আড়াইহাজারে গৃহবধূকে  হত্যার  অভিযোগ

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ আড়াইহাজার উপজেলার চৈতনকান্দা পূর্বপাড়া এলাকায় লিপি আক্তার (৩৬) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহতের পরিবারের দাবি তাকে হাত-পা বেঁধে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা করা হয়েছে। ঘটনার পর থেকে নিহতের স্বামী রফিকুল ইসলাম ওরফে লালন পলাতক রয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে। পুলিশ শুক্রবার সকালে গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহতের বড়ভাই শাহ আলম মিয়া জানান, ১৫ বছর আগে নরসিংদী জেলার মাধবদী থানাধীন শিমুলেরকান্দী এলাকার আবুল কাসেমের মেয়ের সঙ্গে চৈতনকান্দা পূর্বপাড়া এলাকার রফিকুলের বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের দাম্পত্য জীবন বেশ সুখেই কাটছিল। এরই মধ্যে রাকিব (১২) ও শাকিব (৯) নামে তাদের পুত্রসন্তান রয়েছে। তিনি আরও জানান, এক বছর আগে রফিকুল নারায়ণগঞ্জের সোনারগাঁ এলাকায় দ্বিতীয় বিয়ে করেন। এ নিয়ে তাদের সংসারে প্রায় ঝগড়াঝাটি হতো। এরই জের ধরে রফিকুল ইসলাম তার বোনকে বৃহম্পতিবার রাতে হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যা করে গলায় কাপড় দিয়ে ফাঁস লাগিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রেখে পালিয়ে যায়। এর আগেও তাকে হত্যার চেষ্টা করে বলে সে জানায়। নেত্রকোনায় যুবকের রহস্যজনক মৃত্যু নিজস্ব সংবাদদাতা নেত্রকোনা থেকে জানান, জেলার দুর্গাপুর পৌর শহরের দক্ষিণপাড়া আবাসন এলাকায় রমজান আলী (২৬) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার পর পুলিশ বসতঘর থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে। শুক্রবার নেত্রকোনা সদর হাসপাতালে লাশের ময়নাতদন্ত হয়। জানা গেছে, রমজান আলীর ঘর বৃহস্পতিবার বিকেল পর্যন্ত বন্ধ ছিল। স্বজনরা তার সাড়া না পেয়ে বাইরে থেকে উঁকি দিয়ে ঝুলন্ত লাশ দেখতে পান। ঘরের আড়ার সঙ্গে লাশটি ঝুলছিল। পুলিশ লাশটি উদ্ধার করে। ঘটনাটি হত্যা না আত্মহত্য, এ নিয়ে এলাকাবাসীর মধ্যে সন্দেহ দেখা দিয়েছে। দুর্গাপুর থানার এসআই মাহাবুব আলম জানান, এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
×