ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

রংপুরে আসন ছাড় নয়

সংলাপ ব্যর্থ হবে সুষ্ঠু নির্বাচন নিয়েও সংশয় এরশাদের

প্রকাশিত: ০৭:৩৮, ২ নভেম্বর ২০১৮

সংলাপ ব্যর্থ হবে সুষ্ঠু নির্বাচন নিয়েও সংশয় এরশাদের

নিজস্ব সংবাদদাতা, রংপুর, ১ নবেম্বর ॥ প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিএনপিসহ ঐক্যফ্রন্টের যে সংলাপ হবে তার সফলতা নিয়ে সংশয় প্রকাশ করে বলেছেন, সংবিধান মোতাবেক তাদের ৭ দফা দাবির কোনটিও মানা সম্ভব নয়। তারা শেখ হাসিনার পদত্যাগ চান, সংসদ ভেঙ্গে দিতে চান। এসব কোন দাবি মেনে নেয়া সম্ভব নয়। ফলে সংলাপ বর্থতায় পর্যবসিত হবে। তিনি বৃহস্পতিবার দুপুরে রংপুর পর্যটন মোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন। এরশাদ বলেন, বিএনপি এখন নেতাবিহীন দল। তাদের চেয়ারপার্সন সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে। তারেক রহমান সাজাপ্রাপ্ত হয়ে লন্ডনে অবস্থান করছেন। এখন ড. কামালকে নিয়ে তারা ঐক্যফ্রন্ট করেছেন। বিএনপি নির্বাচনে আদৌ অংশ নেবে কিনা তা নিয়েও সন্দেহ পোষণ করেন তিনি। আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হবে কি না এ নিয়ে সংশয় প্রকাশ করে তিনি বলেন, সব দলের অংশগ্রহণে আমরা সুষ্ঠু নির্বাচন চাই। কিন্তু সেটা হবে কি না তা আল্লাহ ছাড়া কেউ জানে না। সব দল বলতে জাতীয় পার্টি এখন একমাত্র বড় দল। বাকিরা তো সব ছোট ছোট। ওদের দিয়ে তো নির্বাচন হবে না, সরকার গঠন হবে না।
×