ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

রূপগঞ্জে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা

প্রকাশিত: ০৫:৫৯, ১ নভেম্বর ২০১৮

রূপগঞ্জে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ৩১ অক্টোবর ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে পরকীয়া ও যৌতুকের টাকা না পেয়ে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন খাদিজা আক্তার (২২) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করেছে। ঘটনার পর থেকেই স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছে। বুধবার সকালে উপজেলার লালমাটিয়া এলাকায় ঘটে এ ঘটনা। খাদিজা আক্তারের বোন রুমা আক্তার জানান, ৭ বছর আগে রূপগঞ্জ উপজেলার লালমাটিয়া এলাকার আমির উদ্দিনের ছেলে সিরাজ মিয়ার সঙ্গে খাদিজা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসারে জুঁই নামে ৫ বছর বয়সের একটি সন্তান হয়। কয়েক মাস ধরে স্থানীয় ফাতেমা বেগম নামে এক নারীর সঙ্গে সিরাজ মিয়ার পরকীয়া সম্পর্ক হয়। এরপর থেকেই খাদিজাকে তার বাপের বাড়ি থেকে এক লাখ টাকা যৌতুক এনে দেয়ার জন্য চাপ প্রয়োগ করে আসছিল। এছাড়া কারণে অকারণে স্বামী সিরাজ মিয়া, শাশুড়ি আকলিমা বেগমসহ শ্বশুরবাড়ির লোকজন শারীরিক নির্যাতন করত।
×