ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

আবদুল আউয়াল মিন্টুকে দুদকে তলব

প্রকাশিত: ০৫:৫৬, ১ নভেম্বর ২০১৮

আবদুল আউয়াল মিন্টুকে দুদকে তলব

স্টাফ রিপোর্টার ॥ রাজস্ব ফাঁকি, বিদেশে অর্থ পাচার ও ভুয়া নথি দেখিয়ে ঋণ নেয়াসহ বিভিন্ন অভিযোগের বিষয়ে ব্যবসায়ী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুকে জিজ্ঞাসাবাদ করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আগামী ৫ নবেম্বর রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে তাকে তলব করা হয়েছে। তলবের নোটিস বীর উত্তম সিআর দত্ত রোডের এ্যাংকর টাওয়ারে অবস্থিত মাল্টিমোড গ্রুপের ঠিকানায় পাঠানো হয়েছে। দুদকের উপ-পরিচালক সামছুল আলম তাকে জিজ্ঞাসাবাদ করবেন বলে জানা গেছে। ভুয়া আর্থিক প্রতিবেদন তৈরি করে ঋণ নেয়া, শত শত কোটি টাকা রাজস্ব ফাঁকি, ব্যাংক কর্মকর্তাদের সহযোগিতায় সন্দেহজনক লেনদেন ও বিদেশে অর্থপাচার এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনসহ বিভিন্ন অভিযোগ রয়েছে আবদুল আউয়াল মিন্টুর বিরুদ্ধে।
×