ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

রিমান্ডে মাদকাসক্তির কথা স্বীকার করলেন সেই জেলার

প্রকাশিত: ০৫:৪৯, ১ নভেম্বর ২০১৮

রিমান্ডে মাদকাসক্তির কথা স্বীকার করলেন সেই জেলার

চট্টগ্রাম অফিস/নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ ও ভৈরব ॥ মাদক ফেনসিডিল ও অবৈধ পথে অর্জিত বিপুল পরিমাণ অর্থ নিয়ে গ্রেফতার চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার (বর্তমানে সাসপেন্ড) সোহেল রানা বিশ্বাসের দুদিনের রিমান্ড বুধবার শেষ হয়েছে। রেল পুলিশ আদালতের আদেশে তাকে দুদিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করেছে। জিজ্ঞাসাবাদে সোহেল রানা তার মাদকাসক্তির কথা অপকটে স্বীকার করেছেন। গত শুক্রবার ট্রেনযোগে নিজ বাড়ি ময়মনসিংহে যাওয়ার পথে ভৈরব রেলস্টেশন রেল পুলিশের তল্লাশিতে তার সঙ্গে যে ১২ বোতল ফেনসিডিল পাওয়া যায়, সেগুলো সেবনের জন্য নিচ্ছিলেন তাও স্বীকার করেছেন। ভৈরব রেল পুলিশের ওসি আবদুল মজিদ জানিয়েছেন, সোহেল রানাকে মঙ্গলবার রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। বুধবার তাকে জিজ্ঞাসাবাদ শেষ হয়েছে। আজ বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হবে। জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন এ নিয়ে একটি রিপোর্টও পেশ করা হবে। উল্লেখ করা যেতে পারে, সোহেল রানার বিরুদ্ধে মাদক ও মানিলন্ডারিং আইনে দুটি মামলা হয়েছে।
×