ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

নিষেধাজ্ঞা শেষে ঝাঁপিয়ে পড়েছে জেলেরা

উপকূলে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ

প্রকাশিত: ০৬:৪১, ৩১ অক্টোবর ২০১৮

উপকূলে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ

স্টাফ রিপোর্টার, গলাচিপা ॥ ইলিশ ধরায় নিষেধাজ্ঞা উঠে যেতেই পটুয়াখালীর নদ-নদী ও সাগরে ঝাঁপিয়ে পড়েছে জেলেরা। ধরাও পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। গত দুই দিনে কেবল পটুয়াখালীর দক্ষিণ উপকূলে অন্তত তিন শ’ টন ইলিশ ধরা পড়েছে। এর বেশিরভাগ চালান হয়েছে বিভিন্ন মোকামে। দেদার ইলিশ ধরা পড়ায় বাজারে ইলিশের দামও কমে এসেছে। এদিকে, জেলেদের জালে ধরা পড়া অধিকাংশই মা ইলিশ। পেট ভর্তি রয়েছে ডিম। ২৮ অক্টোবর মধ্যরাতে ইলিশ আহরণের ওপর থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা উঠে গেছে। ইলিশের প্রজনন নির্বিঘœ করতে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। পটুয়াখালীর উপকূলীয় চরমোন্তাজ, চরআ-া, মৌডুবি, চালিতাবুনিয়া, কোড়ালিয়া, চরকাজল, চরবিশ্বাস, নোমোরস্লুইস, বদনাতলী, পানপট্টিসহ বেশ কয়েকটি মৎস্য অবতরণ কেন্দ্রে খোঁজ নিয়ে জানা গেছে, নিষেধাজ্ঞা উঠে যেতে ওই রাতেই জেলেরা পাড়ি জমিয়েছে বঙ্গোপসাগরে। অভ্যন্তরীণ নদ-নদীতেও ঝাঁপিয়ে পড়েছে জেলেরা। যদিও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সাগর এখন অনেক উত্তাল। মাছ ধরা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। কিন্তু প্রাকৃতিক দুর্যোগ মাথা নিয়েই জেলেরা উপকূলের যতটা সম্ভব কাছাকাছি থেকে ইলিশ ধরায় ব্যস্ত হয়ে পড়েছে। জাল ভর্তি হয়ে ধরাও পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। গলাচিপা উপজেলা সদরের ইলিশের আড়তদার চুন্নু মিয়া জানান, উপজেলা সদরে ১৬টি ইলিশের আড়ত রয়েছে। একেকটি আড়তে গত দুই দিনে এক থেকে তিন টন পর্যন্ত ইলিশ এসেছে। বাজারে বেশ কম দামে ইলিশ মিলছে। সাত শ’ গ্রাম ওপরের কিন্তু এক কেজির নিচের ওজনের প্রতিকেজি ইলিশ বিক্রি হচ্ছে সর্বোচ্চ সাড়ে চার থেকে পাঁচ শ’ টাকায়। সাত শ’ গ্রাম ওজনের নিচের ইলিশ বিক্রি হচ্ছে তিন থেকে সাড়ে তিন শ’ টাকা কেজি দরে। আর এক কেজির ওপরের ইলিশ সাত শ’ টাকা দরে বিক্রি হচ্ছে। খুচরো বিক্রেতা রহমান সরদার জানান, নিষেধাজ্ঞা আরোপের আগের সময়ের চেয়ে ইলিশের দাম অন্তত অর্ধেকে নেমে এসেছে। এদিকে, বাজারে যা ইলিশ আসছে, তার বেশির ভাগই মা ইলিশ। প্রায় প্রত্যেকটি ইলিশের পেট ভর্তি ডিম রয়েছে। বদনাতলী গ্রামের জেলে জয়নাল ফরাজি জানান, ইলিশের পেট ভর্তি ডিম প্রমাণ করছে এখনও ইলিশের ডিম ছাড়া শেষ হয়নি। ডিম ছাড়া শেষ হতে আরও অন্তত ১৫-২০ দিন লাগবে। আরও কয়েক জেলে একই ধরনের তথ্য দিয়েছেন। এ বিষয়ে গলাচিপা উপজেলা মৎস্য কর্মকর্তা মোজাম্মেল হক জানান, এখন ইলিশ ধরা না হলে তা সাগরে চলে যেতে পারে। এ নিয়ে আশঙ্কিত হওয়ার কিছু নেই।
×