ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

মেঘাচ্ছন্ন রাজনীতিতে সংলাপ আলোর দিশারী ॥ হাওলাদার

প্রকাশিত: ০৬:৩৫, ৩১ অক্টোবর ২০১৮

মেঘাচ্ছন্ন রাজনীতিতে সংলাপ আলোর দিশারী ॥ হাওলাদার

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বলেছেন, মেঘাচ্ছন্ন রাজনীতিতে সংলাপ আলোর দিশারী। তিনি বলেন, ডায়ালগ জাতীয় সমস্যা সমাধানের সঠিক পথ। ডায়ালগ আশার স্থল। সংলাপের ফলাফল নির্ভর করে এতে অংশ নেয়া উভয় পক্ষের আন্তরিকার ওপর। মঙ্গলবার বিকেলে জাতীয় পার্টির কাকরাইলের কেন্দ্রীয় কার্যালয়ে সম্মিলিত জাতীয় জোটের অন্যতম শরিক দল বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। আগামী বৃহস্পতিবার ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে বৈঠক করবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। সংলাপের আমন্ত্রণ জানিয়ে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে মঙ্গলবার কামাল হোসেনের বাসায় আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। যখন সংলাপ নিয়ে আওয়ামী লীগ ও ঐক্যফ্রন্টের মধ্যে বরফ গলতে শুরু করেছে ঠিক তখন এ বিষয়ে কথা বললেন বিরোধী দলের মহাসচিব রুহুল আমিন। তিনি বলেন, সংলাপের পবিত্রতা সৌন্দর্য উভয় পক্ষকেই রক্ষা করতে হবে। তাতেই সংলাপ সমাদৃত হবে। এ সময় ইসলামিক ফ্রন্টের চেয়ারম্যান এম এ মান্নান, মহাসচিব এম এ মতিন, কেন্দ্রীয় প্রো ছওম আবদুস সামাদ, আবু সুফিয়ান কাবেরী আল কাদেরী প্রমুখ উপস্থিত ছিলেন। হাওলাদার আরও বলেন, কোন কোন ক্ষেত্রে জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ বিষয়ে সংশয় হতেই পারে। আষাঢ় মাসে যেমন ঝড় বৃষ্টি আসে তেমনি জাতীয় নির্বাচনকে ঘিরে রাজনীতির আকাশ মেঘলা হয়। ডায়ালগ আকাশের মেঘ ভেদ করে আলোর সন্ধান দিতে পারে। মানুষের প্রত্যাশা পূরণে আশার আলো জাগাতে পারে। সহনশীলতার সঙ্গে একটি মর্যাদার পূর্ণ পরিবেশ সৃষ্টি করার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে।
×