ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে নিজ বাসায় মা-মেয়ে খুন, জামাতা পলাতক

প্রকাশিত: ০৬:৩৫, ৩১ অক্টোবর ২০১৮

চট্টগ্রামে নিজ বাসায় মা-মেয়ে খুন, জামাতা পলাতক

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার পাঠানটুলি গায়েবি মসজিদ এলাকায় নিজ বাসায় খুন হয়েছে এক মা ও তার মেয়ে। মঙ্গলবার সকালে পুলিশ ওই বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করে। ঘটনার পর থেকে পলাতক মেয়ের স্বামী মোঃ মতিন। তাকেই হত্যাকারী বলে সন্দেহ করছে পুলিশ এবং নিহতের স্বজনরা। ডবলমুরিং থানা পুলিশ জানায়, নিহত হোসনে আরা বেগম (৬০) ও তার কন্যা পারভিন আক্তারের (২০) বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলা ধনপতি গ্রামে। হোসনে আরা তার এক সন্তানকে নিয়ে বসবাস করে আসছিলেন ওই এলাকার আবদুল আলীর কলোনির একটি সেমিপাকা ঘরে। পাশের ঘরেই বসবাস করতেন তার মেয়ে পারভিন ও জামাতা মতিন। পেশায় পারভিন পোশাক কর্মী এবং তার স্বামী একজন রিক্সাচালক। মঙ্গলবার সকালে এই দুটি মরদেহ দেখতে পান স্থানীয় লোকজন। পরে খবর পেয়ে পুলিশ অকুস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে। পারভিনের ভাই সোহেল একটি বেকারির কর্মচারী। অন্য দিনের মতো সোমবার রাতেও তিনি বেকারিতে ছিলেন। তিনি জানান, সকাল ৯টার দিকে বাসায় এসে রুমের দরজা আলগা অবস্থায় দেখতে পান। ঘরের দরজা খুলেই ভেতরে ঢুকতেই চোখ পড়ে মায়ের মরদেহ। এরপর পাশে মেজো বোন রেশমির বাসায় ছুটে যান। তারপর ভাই- বোন দু’জনই যান ছোট বোন পারভিনের বাসায়। বাইরে থেকে জানালা দিয়ে দেখতে পান বিছানার ওপর পড়ে আছে ছোট বোনের লাশ। ডবলমুরিং থানার ওসি একেএম মহিউদ্দিন সাংবাদিকদের জানান, ঘটনার পর থেকে পারভিনের স্বামী মতিন পলাতক রয়েছে। মতিনই শাশুড়ি এবং তার স্ত্রীকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তার বাড়িও কুমিল্লার মুরাদনগরে। প্রায় দেড় বছর আগে তাদের বিয়ে হয়েছিল। নিহত দু’জনের শরীরে দৃশ্যমান কোন ক্ষত চিহ্ন নেই। তাদের গলাটিপে হত্যা করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পারভিনের স্বামী মতিনকে গ্রেফতারের লক্ষ্যে অভিযান চলছে। কসাইয়ের হাতে কসাই খুন ॥ বগুড়া অফিস জানায়, মঙ্গলবার সকালে বগুড়ার শিবগঞ্জ উপজেলার গাঙ্গনগর এলাকায় সালজার (৬০) নামে এক ব্যক্তি খুন হয়েছে। তিনি পেশায় কসাই ছিলেন। হত্যাকারী হিসেবে পুলিশ একই এলাকার আদিল (৪০) নামে অপর এক কসাইকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করেছে। পুলিশ জানায়, উপজেলার গাঙ্গনগর পোড়ানগরী পাড়ার মাংস বিক্রেতা (কসাই) সালজারের সঙ্গে গাঙ্গনগর মাজপাড়ার মাংস বিক্রেতা আদিলের পাওনা টাকা নিয়ে বিরোধ ছিল। সকালে আদিল তার বাসায় সালজারকে ডেকে নিয়ে যায়। সেখানে বাগবিত-ার একপর্যায়ে আদিল মাংস কাটার কাজে ব্যবহৃত চাপাতি দিয়ে তাকে কোপায়, এতে ঘটনাস্থলেই সে মারা যায়। ঘাতক আদিল পালানোর চেষ্টা করলে স্থানীয় লোকজন তাকে ধাওয়া করে ধরে ফেলে। পরে পুলিশকে খবর দেয়া হলে তাকে ঘটনাস্থল থেকে আটক ও আদিলের ঘর থেকে নিহত সালজারের মরদেহ উদ্ধার করা হয়। শিবগঞ্জ থানার ওসি জানিয়েছেন, আদিলের ঘরে মাদক সেবনের সরঞ্জামও পাওয়া গেছে।
×