ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

টঙ্গীতে বৈদ্যুতিক তারের স্পর্শে ৩ শিশু দগ্ধ

প্রকাশিত: ০৪:৫৬, ২৯ অক্টোবর ২০১৮

 টঙ্গীতে বৈদ্যুতিক  তারের স্পর্শে ৩ শিশু দগ্ধ

নিজস্ব সংবাদদাতা, টঙ্গী, ২৮ অক্টোবর ॥ রবিবার বিকেল ৩ টার দিকে টঙ্গীর গোপালপুর এলাকায় ৩৩ হাজার ভোল্টের বৈদ্যুতিক তারের সংর্স্পশে এসে তিন শিশু শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। তাদের টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল থেকে ঢাকার মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। আহত শিক্ষার্থীরা হচ্ছে বাবু মিয়ার ছেলে ফিরোজ (১০), শিপন মিয়ার ছেলে রাকিব (১১) এবং ফিরোজ মিয়ার ছেলে অনিক (১০)। এরা সবাই একই বাড়িতে বসবাস করত। তিন শিশু বন্ধু ছাদে খেলার সময় তাদের হাতে থাকা ধাতব বস্তুর একটি লাঠি ছাদের খুব কাছ দিয়ে বয়ে যাওয়া ৩৩ হাজার ভোল্টের বৈদ্যুতিক তারের সংর্স্পশে আসলে এ দুর্ঘটনা ঘটে। এতে তাদের শরীরে আগুন ধরে যায়।
×