ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টেগোর এ্যাওয়ার্ড সম্মাননা আমাদের কাজের স্বীকৃতি ॥ সনজীদা খাতুন

প্রকাশিত: ০৭:৩৮, ২৮ অক্টোবর ২০১৮

 টেগোর এ্যাওয়ার্ড সম্মাননা আমাদের কাজের স্বীকৃতি ॥ সনজীদা খাতুন

স্টাফ রিপোর্টার ॥ ভারত সরকার প্রবর্তিত ‘টেগোর এ্যাওয়ার্ড ফর কালচারাল হারমনি’ সম্মাননা পাচ্ছে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানট। এই অনন্য অর্জন উপলক্ষে শনিবার বিকেলে ধানমন্ডির ছায়ানট ভবনে অনুভূতি ব্যক্ত করেন ছায়ানটের সভাপতি সন্জীদা খাতুন। তিনি বলেন, এটা খুব সম্মানজনক পুরস্কার। আমাদের কাজের আন্তর্জাতিক স্বীকৃতি। এ প্রাপ্তি আমাদের একার নয়, সবার। যে কাজের স্বীকৃতি আমরা পেলাম এটা পাওয়ার আশায় আমরা কিছু করিনি। কাজ করতে চেয়েছি বলে করেছি। তাই কোন প্রাপ্তিতেই আমরা উচ্ছ্বসিত নই। তবে প্রেরণা লাভ করেছি এ আন্তর্জাতিক স্বীকৃতিতে। যা সামনে পথচলার শক্তি জোগাবে আমাদের। সঙ্গীতজ্ঞ সন্জীদা খাতুন বলেন, শুধু সংস্কৃতিচর্চা নয়, শিক্ষার চর্চার ও প্রয়োজন রয়েছে। সেজন্য আমরা নানা ধরনের কাজ করেছি। চেষ্টা করেছি মানুষ হতে। ছায়ানট শুধু স্কুল নয়, রবীন্দ্রসঙ্গীত শিক্ষার জায়গাও নয়। এখানে মানুষ হয়ে উঠবার পাঠ দেয়ার চেষ্টা করি। সঙ্গীতের মাধ্যমে গণমানুষের মধ্যে জাগরণ সৃষ্টি করা সংস্কৃতিজন সন্জীদা খাতুন বলেন, রবীন্দ্রনাথ আমাদের সংগ্রামের সাথী। চিরকাল তিনি আমাদের সঙ্গে সঙ্গে, হাতে হাত রেখে হাঁটছেন। রবীন্দ্রনাথ বাঙালীর এক মহান আদর্শ। তিনি বলেছেন, দেশকে ভালবাসি বললেই দেশকে ভালবাসা হয় না। দেশকে ভালবাসা মানে, মানুষকে ভালবাসতে হয়। মানুষে হতে হলে, সত্যিকারে বাঙালী হতে হলে, সংস্কৃতিচর্চা, শিক্ষার চর্চা করতে হয়। তিনি আরও বলেছেন, শুধু বাঙালী হলে হয় না, হতে হবে বিশ্ব নাগরিক। রবীন্দ্রনাথের এই ভাবনাকে আমাদের কাছে আদর্শ বলে মনে হয়েছে। ছায়ানট সভাপতি বলেন, ছায়ানটের অনুষ্ঠান করে মনে হতো আমরা মস্ত বড় কাজ করছি। ছায়ানটের বর্ষবরণে যখন বোমা হামলা হয় তখন আমাদের টনক নড়ে। দেখলাম সারাদেশে ভিন্ন সংস্কৃতির চর্চা চলছে। তাই, সাংস্কৃতিক আয়োজন নিয়ে আমাদের গ্রামে যেতে হবে। এই পরিস্থিতি তো আমরা এখন পর্যন্ত বদলাতে পারিনি। মানুষকে বোঝাতে পারিনি, ধর্ম ভিন্ন বিষয়। এটা শুধু আচার পালনের জিনিস নয়। এটা যদি মানুষকে এখনও বোঝাতে নাই পারলাম তবে তৃপ্ত হবো কোথা থেকে। তৃপ্তির কথা দূরে থাকুক। বরং ব্যর্থ হয়েছি বলে মনে হয়। এ বছরের ডিসেম্বরের প্রথম সপ্তাহের যে কোন একদিনে নয়াদিল্লীতে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ পুরস্কার প্রদান করা হবে বলে জানা গেছে।
×