ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

সিটিস্ক্যান করা হলো খালেদা জিয়ার

প্রকাশিত: ০৭:৩৩, ২৫ অক্টোবর ২০১৮

সিটিস্ক্যান করা হলো খালেদা জিয়ার

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় সিটিস্ক্যান করা হয়েছে। বুধবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ৬ তলার কেবিন বøকের নিচ তলায় খালেদা জিয়ার সিটিস্ক্যান করা হয়। বিএসএমএমইউয়ের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুলাহ আল হারুন জানান, সিটিস্ক্যানের রেজাল্ট দেখে তারা খালেদা জিয়ার পরবর্তী চিকিৎসার সিদ্ধান্ত নিবেন। হাসপাতাল সূত্রে জানা যায়, বেগম খালেদা জিয়া মঙ্গলবার রাত থেকে হঠাৎ বুকের ব্যথায় অসুস্থ হয়ে পড়েন। দ্রæত ডাক্তার কল দেয়া হয়। সিটিস্ক্যান করার পর তাকে আবারও হুইল চেয়ারে করে কেবিন বøকের ৬১২ নম্বর রুমে নিয়ে যাওয়া হয়। উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ৫ বছরের কারাদণ্ড প্রাপ্ত বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে আদালতের নির্দেশে গত ৬ অক্টোবর বিকেলে নাজিমুদ্দিন রোডের পুরাতন কারাগার থেকে এনে বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি করা হয়।
×