ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

দুধকুমরের ভাঙ্গনে বসতবাড়ি নদীগর্ভে

প্রকাশিত: ০৭:১৭, ১২ অক্টোবর ২০১৮

দুধকুমরের ভাঙ্গনে বসতবাড়ি নদীগর্ভে

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ গত এক সপ্তাহ ধরে দুধকুমর নদীর তীব্র ভাঙ্গনে অর্ধশতাধিক বাড়িঘর, গাছপালা এবং দেড়শ’ মিটার আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙ্গনের মুখে পড়েছে একটি স্কুল, কমিউনিটি ক্লিনিক ও মাদ্রাসা। যে কোন সময় নদীগর্ভে প্রতিষ্ঠানগুলো বিলীন হয়ে যেতে পারে। গত দু’মাস ধরে প্রলয়ঙ্করী ভাঙ্গনে আড়াই শতাধিক বাড়িঘর নদীতে বিলীন হয়ে গেলেও সংশ্লিষ্ট বিভাগ জিও ব্যাগ দিয়ে ভাঙ্গন ঠেকানোর ব্যর্থ চেষ্টা চালিয়েছে। ভাঙ্গনকবলিত গৃহহীন মানুষগুলো এখন খোলা স্থানে অবস্থান করছে। খাগড়াছড়িতে অস্ত্রসহ আটক ২ পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ দীঘিনালায় মঞ্জু চাকমা হত্যাকা-ের ঘটনায় বুধবার রাতে জড়িত সন্দেহে দুইজনকে অস্ত্র ও গুলিসহ আটক করেছে যৌথ বাহিনী। আটককৃতরা হলেন, পূর্ণ কান্তি চাকমা ও মহারত চাকমা। তারা দু’জনই দীঘিনালা উপজেলার শিমুলতলী এলাকার বাসিন্দা এবং প্রসীত বিকাশ খীসা নেতৃত্বাধীন ইউপিডিএফর সক্রিয় কর্মী বলে জানায় যৌথবাহিনী। মঞ্জু চাকমা জেএসএস এমএন লারমা সমর্থিত যুব সমিতির কর্মী। গত রবিবরা রাতে (৭ অক্টোবর) সন্ধ্যা পৌনে সাতটায় দীঘিনালা উপজেলার শিমুলতলা বাজারে মঞ্জু চাকমাকে গুলি করে হত্যা করে দুর্বত্তরা।
×