ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

তিন দিনের সফর শেষে রাষ্ট্রপতির কিশোরগঞ্জ ত্যাগ

প্রকাশিত: ০৬:৫০, ১১ অক্টোবর ২০১৮

তিন দিনের সফর শেষে রাষ্ট্রপতির কিশোরগঞ্জ ত্যাগ

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ১০ অক্টোবর ॥ দ্বিতীয় মেয়াদে মোঃ আবদুল হামিদ রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে জেলা শহরে তিন দিনের সফরে এসে শেষদিন বুধবার বিকেলে ঢাকার উদ্দেশ্যে হেলিকপ্টারযোগে কিশোরগঞ্জ ত্যাগ করেছেন। এর আগে দুপুর সোয়া ১২টার দিকে রাষ্ট্রপতি শহরের খড়মপট্টিস্থ নিজ বাসভবন থেকে সড়ক পথে কিশোরগঞ্জে পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য জেলার করিমগঞ্জ উপজেলার জয়কায় সম্ভাব্য স্থানের জায়গা পরিদর্শন করতে যান। সেখান থেকে তিনি জাফরাবাদে অবস্থিত রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিক্যাল কলেজ পরিদর্শন ও সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান করেন। দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় কলেজের পক্ষ থেকে দেয়া সংবর্ধনা সভায় রাষ্ট্রপতি প্রধান অতিথির বক্তৃতায় শিক্ষার্থীদের উদ্দেশে বলেছেন, মেডিক্যাল কলেজ থেকে পাশ করে দেশপ্রেমে উজ্জীবিত হয়ে মানুষের সেবায় মনোনিবেশ করতে হবে। ভুল চিকিৎসার কারণে কোন মানুষ যাতে মৃত্যুর মুখোমুখি হতে না হয় সেদিকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছেন। পরে তিনি কলেজ প্রাঙ্গণে ছয়তলা বিশিষ্ট ‘আব্দুল কাদির মোল্লা ভবন এর ভিত্তিপ্রস্তুর স্থাপন করেন। কলেজ পরিচালনা পর্ষদের চেয়ারম্যান রাষ্ট্রপতির সহধর্মিণী রাশিদা হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে রাষ্ট্রপতির বড় ছেলে কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক, কলেজের অধ্যক্ষ ডাঃ আ.ন.ম. নৌশাদ খান, দানবীর-সমাজসেবক আব্দুল কাদির মোল্লা প্রমুখ। এ সময় রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন, জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জিল্লুর রহমান, জেলা প্রশাসক মোঃ সারওয়ার মুর্শেদ চৌধুরী, পুলিশ সুপার মোঃ মাশরুকুর রহমান খালেদ বিপিএমসহ বিভিন্ন সামরিক, বেসামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিক্যাল কলেজের সংবর্ধনা অনুষ্ঠান শেষে সড়ক পথে কিশোরগঞ্জ সার্কিট হাউসে যান। সেখানে কিছুক্ষণ অবস্থান করে গার্ড অব অনার গ্রহণ করেন। পরে ওইদিন বিকেল সাড়ে চারটায় রাষ্ট্রপতি হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে কিশোরগঞ্জ ত্যাগ করেছেন।
×