ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

চোরাচালানের স্বর্ণ আত্মসাত মামলায় ৩ পুলিশের সাজা

প্রকাশিত: ০৬:৫০, ৫ অক্টোবর ২০১৮

চোরাচালানের স্বর্ণ আত্মসাত মামলায় ৩ পুলিশের সাজা

কোর্ট রিপোর্টার ॥ চোরাচালানের স্বর্ণ আত্মসাতের মামলায় রাজধানীর রামপুরা থানার পুলিশের এসআই মঞ্জুরুল ইসলামসহ ৩ পুলিশ সদস্যের ৫ বছর জেল হয়েছে। বৃহস্পতিবার ঢাকার বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমান এ রায় প্রদান করেন। রায়ে পুলিশের সোর্স মাহফুজ আলম রনির ৩ বছরের কারাদ- হয়। দ-িত অপর ২ পুলিশ সদস্য হলেন রামপুরা থানার কনস্টেবল আকাশ চৌধুরী ও কন্সটেবল ওয়াহিদুল ইসলাম। ২০১৪ সালের ১৩ মার্চ রামপুরা থানা পুলিশ রাজধানীর বনশ্রী এলাকায় একটি মাইক্রোবাস থেকে ২৩৫টি সোনার বারসহ গাড়ি আটক করে। মাইক্রোবাস রেখে পালানোর সময় সমীর ও মুহিন নামে দুই ব্যক্তি আটক হন। এর তিনদিন পর ৭০টি স্বর্ণের বার উদ্ধার দেখিয়ে সমীর ও মুহিনের বিরুদ্ধে রামপুরা থানায় একটি চোরাচালান মামলা দায়ের করা হয়। থানা হেফাজতে নেয়ার পর ওই দুই আসামি গাড়িতে ২৩৫টি সোনার বার ছিল বলে জানায়।
×