ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

ককটেলসহ তিন জেএমবি সদস্য আটক

প্রকাশিত: ০৬:৪০, ৫ অক্টোবর ২০১৮

ককটেলসহ তিন জেএমবি সদস্য আটক

নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট, ৪ অক্টোবর ॥ ক্ষেতলাল উপজেলার মাটির ঘর এলাকা থেকে একটি শূটারগান, ১২টি ককটেলসহ ৩ জেএমবি সদস্যকে পুলিশ আটক করে। এরা হলেন, সদর উপজেলার জামালপুর গ্রামের নুরুল ইসলাম সরদারের ছেলে নূর আলম ওরফে পলাশ ওরফে প্রিন্স (২৮), একই গ্রামের আব্দুর রহমানের ছেলে আজিজার রহমান (৫২) ক্ষেতলাল উপজেলার মহেশপুর গ্রামের মৃত সরাফত আলী ম-লের ছেলে নূর মোহাম্মদ ম-ল (৩৫)। ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহারিয়ার জানান, নাশকতা পরিকল্পনাকারী একাধিক মামলার আসামি জেএমবি সদস্যরা ক্ষেতলাল উপজেলার মাটির ঘর এলাকায় নাশকতার পরিকল্পনা করছেন এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি শূটারগান, ১২টি ককটেলসহ নূর আলম পলাশ প্রিন্সকে আটক করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে অপর দুইজন জেএমবি সদস্যকেও আটক করা হয়েছে। বরিশালে যুবলীগ নেতার বাসায় ডাকাতি স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ অস্ত্রের মুখে জিম্মি করে উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি বাদল হাওলাদারের মু-পাশা গ্রামের বাসায় ডাকাতি সংঘটিত হয়েছে। বুধবার রাত একটার দিকে ডাকাতদল বাসার গ্রিল কেটে ঘরের মধ্যে প্রবেশ করে। বৃহস্পতিবার সকালে ডাকাতির সঙ্গে জড়িত থাকার সন্দেহে মিজানুর রহমান নামের এক যুবককে আটক করেছে পুলিশ। বাদল হাওলাদার জানান, বুধবার রাত একটার দিকে দালানের গ্রিল কেটে ঘরের মধ্যে ৭/৮ জনের একদল সশস্ত্র ডাকাত ভেতরে প্রবেশ করে অস্ত্রের মুখে জিম্মি করে আমাকে ও আমার স্ত্রীকে বেঁধে ফেলে। এরপর ঘরের আলমিরায় থাকায় ছত্রিশ হাজার টাকা, সাড়ে চার ভরি স্বর্ণালঙ্কার ও একটি মোবাইল নিয়ে যায়। উল্লেখ্য, গত কয়েকদিন পূর্বে উজিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি)র সরকারী কোয়ার্টারে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে।
×