ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

মেহেরপুরে গোপন বৈঠক থেকে চার জঙ্গী আটক

প্রকাশিত: ০৬:০৯, ৪ অক্টোবর ২০১৮

মেহেরপুরে গোপন বৈঠক থেকে চার জঙ্গী আটক

সংবাদদাতা, মেহেরপুর, ৩ অক্টোবর ॥ শহরের ফৌজদারিপাড়ায় গোপন বৈঠকের সময় আল্লার দল নামের একটি সংগঠনের ৪ জঙ্গী সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার রাতে শহরের ফৌজদারিপাড়ার আসমত আলী নামের এক ব্যক্তির বাড়ি থেকে এদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে আটটি ককটেল, তিনটি পেট্রোলাবোমা, বোমা তৈরির ইলেকট্রনিক ডিভাইসসহ লিফলেট উদ্ধার করা হয়। আটককৃতরা হলো মানিকগঞ্জের চরমুকিমপুর গ্রামের আব্দুল হামিদ (৩২), মেহেরপুর সদর উপজেলার রাধাকান্তপুর গ্রামের জাহিদুল ইসলাম বাঙ্গাল (২৫), ঝাউবাড়িয়া গ্রামের নওদাপাড়ার টিপু পারভেজ (২২) ও ফতেপুর গ্রামের সোহেল রানা (২০)। বুধবার দুুপুরে ডিবি কার্যালয়ে এ তথ্য নিশ্চিত করেছে ডিবি পুলিশ। ডিবির ওসি ওবায়দুর রহমান জানান, মেহেরপুর শহরের ফৌজদারিপাড়ার আসমত আলীর বাড়িতে একদল জঙ্গী গোপন বৈঠক করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় পালিয়ে যায় অন্য সদস্যরা। পরে সেখান থেকে ৪ জঙ্গীকে আটক করা হয়। উদ্ধার করা হয় ককটেল, পেট্রোল বোমা, ইলেকট্রনিক ডিভাইস, দেশীয় অস্ত্র ও লিফলেট। তাদের জিজ্ঞাসাবাদে ৪০ জন জঙ্গীর নাম পাওয়া গেছে। তাদের আটকের চেষ্টা চলছে। বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছিল বলে জানান তিনি। তারা সকলে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আল্লাহর দলের সদস্য। কিছুদিন ধরে তারা ঐ বাড়িতে ভাড়া আছে বলে জানায় পুলিশ।
×