ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

আত্রাই-রানীনগর চষে বেড়াচ্ছেন মনোনয়ন প্রত্যাশীরা

প্রকাশিত: ০৬:৪২, ৩০ সেপ্টেম্বর ২০১৮

আত্রাই-রানীনগর চষে বেড়াচ্ছেন মনোনয়ন প্রত্যাশীরা

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২৯ সেপ্টেম্বর ॥ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁ-৬ (আত্রাই-রানীনগর) আসনে নির্বাচনী ডামাডোল বেজে উঠেছে। বিএনপি কিছুটা ঝিমিয়ে থাকলেও আওয়ামী লীগের নৌকার বিজয় নিশ্চিত করতে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী একাধিক প্রার্থী এলাকা চষে বেড়াচ্ছেন। প্রত্যেকেই নিজেকে যোগ্য দাবি করে দ্বারে দ্বারে ঘুরছেন। শনিবার সকালে উপজেলার আত্রাই উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মোঃ ইসরাফিল আলম এমপি। তিনি পর পর দু’বার এমপি হিসেবে এলাকার ব্রিজ, কালভার্ট, শিক্ষাপ্রতিষ্ঠান, রাস্তা-ঘাটসহ ব্যাপক উন্নয়ন করেছেন। ওই মতবিনিময় সভায় তিনি বলেন, শিক্ষার গুণগত মান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার বিকল্প নেই। এ জন্যই প্রাথমিক পর্যায়ে শক্তিশালী ভিত্তি স্থাপনের মাধ্যমে শিক্ষার মান উন্নয়ন করা সম্ভব। সার্বজনীন শিক্ষার উদারীকরণ ও গুণগত মান উন্নয়নে বর্তমান সরকারের বহুমুখী পদক্ষেপ দেশে দক্ষ মানবসম্পদ সৃষ্টিতে ব্যাপক অবদান রাখছে। জ্ঞান ও মেধাভিত্তিক জাতি গঠনের মাধ্যম বিশ্বমানের নাগরিক সমাজ বিনির্মাণ করাই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য। তিনি আরও বলেন শিক্ষিত সমাজের মাধ্যমে মাদক, সন্ত্রাস, জঙ্গী, বাল্যবিবাহ ও জুয়া প্রতিরোধ করা সম্ভব। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আসন্ন নির্বাচনে সকলকে আবারও নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান। অপরদিকে শনিবার বিকেলে আত্রাইয়ে নওগাঁ-৬ (আত্রাই-রানীনগর) আসনে নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ওমর ফারুক সুমন গণসংযোগ, মতবিনিময় ও পথসভা করেছেন। এ সময় শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কার্যক্রম ও সরকারের নানামুখী সফলতা সাধারণ মানুষের মাঝে তুলে ধরেন তিনি। উপজেলার রসুলপুর বটতলা থেকে ৫ শতাধিক মোটরসাইকেল, শতাধিক পিকআপ ও ক্যাভার্ড ভ্যান নিয়ে আত্রাই-রানীনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নসহ গুরুত্বপূর্ণ স্থানের হাট-বাজারে সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময়সহ পথসভা করেন। এ সময় সুমন বলেন, আসুন উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করি। শাসক নয়, সেবক হওয়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি আরও বলেন, আত্রাই রানীনগরবাসী সঙ্গে থাকলে, তাদের সহযোগিতা থাকলে প্রথমেই এই এলাকাকে দুর্নীতিমুক্ত ঘোষণা করব ইনশা আল্লাহ।
×