ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাজনীতির অংশ মহিষ

প্রকাশিত: ০৫:০৫, ২৯ সেপ্টেম্বর ২০১৮

 রাজনীতির অংশ মহিষ

পাকিস্তানে এবার মহিষ নিয়ে রাজনীতি শুরু হয়েছে। ইমরান খানের সরকার দেশটির কোষাগার সমৃদ্ধ করার চেষ্টার অংশ হিসেবে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের আটটি দামী মহিষ বিক্রি করে দিয়েছে। মহিষগুলো প্রধানমন্ত্রীর বাসভবনে রাখা ছিল। এগুলো নওয়াজ পরিবারের দুধের উৎস ছিল। মহিষ বিক্রির এই খবর চাউর হওয়ার পর থেকে নওয়াজের দল পাক মুসলিম লীগের নেতারা সমালোচনা শুরু করেছেন। তারা বলছেন, মাত্র আটটি মহিষ বিক্রি থেকে কয় টাকা পাওয়া যাবে। প্রধানমন্ত্রীর ভবন থেকে মূলত নওয়াজের চিহ্ন মুছতেই এই উদ্যোগ নেয়া হয়েছে। পাক সমালোচকেরা বলছেন, সরকারী ব্যয় সঙ্কোচনের নামে ইমরান যা করছেন, তা আসলে লোক দেখানো বিষয়। মহিষগুলো নিলামে বিক্রির সময় নওয়াজের অনেক সমর্থকও অংশ নেন। ১৯ হাজার ডলারে হাসান লতিফ নামের এক ব্যক্তি একটি মহিষ কেনেন। তিনি বলেন, ঐতিহাসিক রাজনৈতিক সংশ্লিষ্টতার কারণে তার প্রিয় নেতা নওয়াজের একটি মহিষ কিনেছেন তিনি। নওয়াজের সম্মানেই মহিষটি কিনছেন। সুযোগ পেলে এই মহিষটি নওয়াজকে উপহার দেবেন লতিফ। বিবিসি ও ডন অনলাইনের।
×