ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

সোনারগাঁয়ে দুই যুবক খুন

প্রকাশিত: ০৫:৫২, ২৮ সেপ্টেম্বর ২০১৮

সোনারগাঁয়ে দুই যুবক খুন

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ সোনারগাঁ উপজেলার কাঁচপুরে সোনাপুর এলাকায় বেড়াতে এসে মিনারুল ইসলাম (২৪) ও মজনু (৩০) নামে দুই যুবক খুন হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় দিকে পুলিশ ঘটনাস্থল থেকে একজনের গলাকাটা ও অন্যজনের গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তিনজনকে আটক করেছে। নিহত মিনারুল ইসলাম নীলফামারীর ডোমার জোড়াবাড়ির এরশাদুল ইসলামের ছেলে ও মজনু একই থানার বামানিয়া গ্রামের দিলু মিয়ার ছেলে। জানা গেছে, নীলফামারী জেলার ডোমার উপজেলার দুই যুবক মিনারুল ও মজনু গত মঙ্গলবার কাঁচপুরের সোনাপুর কলাবাগ এলাকার হাসিনা বেগমের বাড়ির ভাড়টিয়া বাদশা মিয়ার বাসায় বেড়াতে আসে। বৃহস্পতিবার সকালে ঘরে দরজা খোলা অবস্থায় একজনকে বিছানায় ও অন্যজনের গলায় ফাঁস লাগানো রক্তাক্ত লাশ দেখতে পেয়ে বাড়ির আশপাশের লোকজন পুলিশে খবর দেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে। তারা দূর সম্পর্কের মামা-ভাগিনা এবং বন্ধুর মতো চলাফেরা করত। এদের মধ্যে নিহত মিনারুল গত ৬ দিন আগে পরিবারের অসম্মতিতে বিয়ে করেছিল। এলাকাবাসী জানান, দুই বন্ধু ইতোপূর্বে নীলফামারী থেকে বিভিন্ন সময়ে সোনারগাঁয়ে তাদের এই আত্মীয়ের বাসায় বেড়াতে এসেছে। ঘটনার পর থেকে বাড়ির মালিক হাসিনা বেগম পলাতক রয়েছে। পাবনায় অটোবাইক চালক নিজস্ব সংবাদদাতা পাবনা থেকে জানায়, নিখোঁজের দু’দিন পর অটোবাইক চালকের বস্তাবন্দী মরদেহ উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার আতাইকুলা থানার আলোকদিয়ার ব্রিজের নিচ থেকে অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত মারুফ হোসেন পাবনা শহরের কালাচাঁদপাড়া মহল্লার মৃত মোসলেম উদ্দিনের ছেলে। সে ব্যাটারিচালিত অটোবাইকের চালক ছিল। আতাইকুলা থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা জানান, গত সোমবার রাতে মারুফ হোসেন নিখোঁজ হন। তার সন্ধান না পেয়ে পরদিন মঙ্গলবার সদর থানার একটি সাধারণ ডায়েরি করেন পরিবারের লোকজন। বৃহস্পতিবার সকালে আতাইকুলা থানার আলোকদিয়ার ব্রিজের নিচে বস্তাবন্দী মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।
×