ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

রায় ঘোষণার তারিখ ধার্য করে আদেশ ৩০ সেপ্টেম্বর

প্রকাশিত: ০৬:৩০, ২৭ সেপ্টেম্বর ২০১৮

রায় ঘোষণার তারিখ ধার্য করে আদেশ ৩০ সেপ্টেম্বর

স্টাফ রিপোর্টার ॥ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আসামিপক্ষ যুক্তিতর্কে অংশ না নেয়ায় রায়ের দিন ধার্য করার আবেদন করেছেন দুদকের আইনজীবী। আগামী ৩০ সেপ্টেম্বর রবিবার এ বিষয়ে আদেশ দেবে আদালত। ততদিন পর্যন্ত এ মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জামিন বহাল রাখা হয়েছে। বুধবার রাজধানীর নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে অবস্থিত ঢাকার ৫ নম্বর অস্থায়ী বিশেষ জজ আদালতের বিচারক মোঃ আখতারুজ্জামানের আদালত এ আদেশ দেয়। সরকারী চাকরিতে অনগ্রসর কোটা বহাল রাখার দাবি স্টাফ রিপোর্টার ॥ মুক্তিযোদ্ধার সন্তানদের পর এবার সরকারী চাকরিতে আদিবাসীসহ অনগ্রসর জনগোষ্ঠীর জন্য কোটা বহাল রাখার দাবি জানিয়েছে জাতীয় আদিবাসী পরিষদ। কোটা বাতিল করা হলে পিছিয়ে পড়া এসব জনগোষ্ঠী আরও পিছিয়ে পড়বে বলে মত দিয়েছে সংগঠনটি। সংবাদ সম্মেলনে সংহতি জানিয়ে মন্ত্রিপরিষদ সচিবের বক্তব্য দেয়া বক্তব্যকে অমানবিক বলে অভিহিত করেছেন রাজনীতিবিদরা, শিক্ষাবিদরা। তারা অভিযোগ করেছেন, আসলে আমলারা জনবিচ্ছিন্ন। তারা মাটি থেকে কত দূরে তা তাদের বক্তব্য থেকে বোঝা যায়। বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষে এই দাবি জানানো হয়।
×