ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

সিটিসেলের ঋণ আত্মসাত

এবি ব্যাংকের সাবেক চেয়ারম্যানসহ ১২ জনকে দুদকে তলব

প্রকাশিত: ০৫:৪০, ১৮ সেপ্টেম্বর ২০১৮

এবি ব্যাংকের সাবেক চেয়ারম্যানসহ ১২ জনকে দুদকে তলব

স্টাফ রিপোর্টার ॥ বেসরকারী মোবাইল ফোন অপারেটর কোম্পানি সিটিসেলের নামে ৩৮৩ কোটি টাকার ঋণ আত্মসাতের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এবি ব্যাংকের সাবেক চেয়ারম্যান এম ওয়াহিদুল হকসহ ১২ পরিচালককে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তবে তারা কেউ এ সংক্রান্ত দায়ের করা মামলার আসামি নন। সোমবার মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক মোঃ সামসুল আলম এই নোটিস পাঠান। এতে ১ থেকে ৩ অক্টোবর রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে তাদের হাজির হতে বলা হয়েছে। দুদকের জনসংযোগ কর্মকর্তা বিষয়টি জনকণ্ঠকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, এম ওয়াহিদুল হক, মোঃ ফিরোজ আহমেদ, এম এ আউয়াল ও অধ্যাপক মোঃ ইমতিয়াজ হোসেনকে ১ অক্টোবর তলব করা হয়েছে। ২ অক্টোবর শিশির রঞ্জন বোস, সৈয়দ আফজাল হাসান উদ্দিন, মিশাল কবির ও ফাহিমুল হককে তলব করা হয়েছে। এছাড়া ৩ অক্টোবর মোঃ মেজবাহুল হক, আনোয়ার জামিল সিদ্দিকী, বি বি সাহা রায় এবং রুনা জাকিয়া শাহরুদ খানকে তলব করা হয়েছ। এদিকে এই অর্থ আত্মসাতের মামলার আসামি পররাষ্ট্রমন্ত্রী বিএনপি নেতা এম মোর্শেদ খান ও তার স্ত্রী নাছরিন খানকে মঙ্গলবার জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছেন মামলার তদন্ত কর্মকর্তা সামছুল আলম। ২০১৭ সালের ২৮ জুন রাজধানীর বনানী থানায় করা মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান মোর্শেদ খান, তার স্ত্রী, সিটিসেলের এমডি মেহবুব চৌধুরীসহ মোট ১৬ জনের নাম রয়েছে। মামলায় আসামিদের বিরুদ্ধে সিটিসেলের নামে এবি ব্যাংক থেকে অনিয়মের মাধ্যমে সাড়ে তিন শ’ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগ রয়েছে।
×