ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল সভাপতি রনিকে তুলে নেয়ার অভিযোগ

প্রকাশিত: ০৫:৩০, ১৭ সেপ্টেম্বর ২০১৮

   নারায়ণগঞ্জ জেলা  ছাত্রদল সভাপতি রনিকে তুলে নেয়ার অভিযোগ

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনিকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে রাজধানী ঢাকা থেকে তুলে নেয়া হয়েছে বলে রনির পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। রবিবার বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে এসে তার স্বজনরা সংবাদ সম্মেলন করে নিখোঁজের বিষয়টি অবহিত করেন। এ সময় তার সন্ধান চেয়েছেন মশিউর রহমানের পরিবারের সদস্যরা। নিখোঁজ রনির ভাই মুহিবুর রহমান রানা বলেন, শনিবার দুপুরে আমার ভাইয়ের সঙ্গে মুঠোফোনে কথা হয়। তখন সে ঢাকায় ছিল। রাত সাড়ে দশটার দিকে আমার মুঠোফোনে একটি কল আসে। ফোনটি রিসিভ করার পর ওই প্রান্ত থেকে রনির মোবাইল নম্বরটি জানিয়ে বলেন, সাদা পোশাক ডিবি পুলিশ পরিচয় দিয়ে কয়েক লোক তাকে একটি কালো রঙের হায়েস মাইক্রোবাসে তুলে নিয়ে গেছে। কিন্তু ওই সময় কয়েকদফা তারা পরিচয় জানার চেষ্টা করলে সে পরিচয় বলেনি। তার পর থেকে ওই মোবাইল নম্বরটি বন্ধ। এছাড়া আমার ভাইয়ের ব্যবহৃত মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যাচ্ছে। তার পর থেকে ঢাকা ডিবি পুলিশের কার্যালয়, নারায়ণগঞ্জ ডিবি পুলিশ ও ফতুল্লা থানাসহ বিভিন্ন জায়গায় খোঁজ নিয়েও তার কোন সন্ধান পাওয়া যায়নি। তিনি বলেন, হঠাৎ করে ভাইকে কারা, কী কারণে তুলে নিয়ে গেল তা তারা বুঝতে পারছে না। নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তাদের দাবি, মশিউর রহমানকে যদি আইনশৃঙ্খলা বাহিনী উঠিয়ে নিয়ে থাকে এবং তার বিরুদ্ধে যদি কোন অভিযোগ থাকে তাকে যেন আদালতে হাজির করা হয়। এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রনির ছোট ভাই মুহিবুর রহমান রানা, বড় ভাই আবু সাঈদ রুবেল, খালা রাশেদা বেগম, ভাবি সানজিদা ইয়াছমিন মিখা, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সহ-সভপতি এ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও এ্যাডভেকেট নয়ন মিয়াসহ অনেকে। মশিউর রহমান রনির আইনজীবী নারায়ণগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট আবুল কালাম আজাদ বিশ্বাস জানান, রনির বিরুদ্ধে সর্বমোট ১৩ মামলা রয়েছে। তার মধ্যে অনেক মামলায় সে জামিনে রয়েছে। তিনি বলেন, আইনে রয়েছে কাউকে যদি আইনশৃঙ্খলা বাহিনী দ্বারা গ্রেফতার বা আটক করা হয় তবে তাকে ২৪ ঘণ্টার মধ্যে আদালতে হাজির করতে হবে। কিন্তু রনিকে গ্রেফতারের পর দীর্ঘ সময় অতিবাহিত হলে তাকে আদালতে হাজির করা হয়নি। যার কারণে তার পরিবার এখন পর্যন্ত কোন সন্ধান পায়নি। তিনি বলেন, যদি আইনশৃঙ্খলা বাহিনী তাকে নিয়ে থাকে তবে তাকে যেন দ্রুত আইনের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়। নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সহ-সভাপতি এ্যাডভোকেট সাখাওয়া হোসেন জানান, জেলা ছাত্রদলের সভাপতি নিখোঁজের বিষয়টি আমাদের উদ্বিগ্ন করে তুলেছে। রনির বাবা-মা-বোন পবিত্র হজব্রত পালনে গিয়ে বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন। তিনি বলেন, তার বিরুদ্ধে যদি কোন অভিযোগ থাকে তবে সরকারকে বলব তাকে আইনের হাতে সোপর্দ করার জন্য। অন্যথায় তাকে দ্রুত খুঁজে বের করার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি। জানা গেছে, জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনির রিরুদ্ধে নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানাসহ বিভিন্ন থানায় গাড়ি ভাংচুর, বিস্ফোরক দ্রব্য ও পুলিশের কাজে বাধা প্রদানসহ বিভিন্ন অভিযোগে ১০-১২টি মামলা রয়েছে। এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এস এম মঞ্জুর কাদের জানান, মশিউর রহমান রনি নামের কাউকে ফতুল্লা থানা পুলিশ আটক করেনি। তার নিখোঁজের বিষয়ে থানায় কেউ কোন অভিযোগও করেনি।
×