ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর

প্রকাশিত: ০৬:৫৯, ১৬ সেপ্টেম্বর ২০১৮

স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর

নিজস্ব সংবাদদাতা, নাটোর, ১৫ সেপ্টেম্বর ॥ নলডাঙ্গায় ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা অস্থায়ী কার্যালয়ের পাশে ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল এমপি। নাটোর সিভিল সার্জন আজিজুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক শাহিনা খাতুন, স্বাস্থ্য প্রকৌশলী অধিদফতরের প্রকৌশলী আব্দুল কাদের, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোর্তুজা বাবলু, নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক এসএম ফিরোজ, নলডাঙ্গা পৌর প্যানেল মেয়র সাহেব আলী, উপজেলা যুবলীগের সভাপতি রেজাউল করিম প্রমুখ। স্বাস্থ্য প্রকৌশল অধিদফতর (এইচইডি) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ২৬ কোটি ৮৭ লাখ ৮৭ হাজার টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করছে। নদী রক্ষায় নৌপথসভা নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ১৫ সেপ্টেম্বর ॥ শীতলক্ষ্যার অবৈধ দখল, কল কারখানার বর্জ্যে অব্যাহত পানি দূষণের প্রতিবাদে ও মাদকমুক্ত সমাজের দাবিতে পূর্বাচল সম্মিলিত সামাজিক সংগঠনের উদ্যোগে নৌপথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল থেকে দিনব্যাপী শিমুলিয়া থেকে শীতলক্ষ্যা নদীপথে ৩০ কিলোমিটার এলাকা পর্যন্ত নৌপথে এ পথসভা অনুষ্ঠিত হয়। স্থানীয় সমাজসেবক সালাহউদ্দিন ভুঁইয়ার সভাপতিত্বে এ নৌপথ সভায় উপস্থিত ছিলেন, নজরুল ইসলাম, যুবলীগ নেতা রিটন প্রধান, আব্দুল্লাহ আল মামুন, মনিরুল হক ভুইয়া, বাবুল মিয়া, হামিদা সরকার, সাংবাদিক মাহবুব আলম প্রিয়, রাসেল মাহমুদ, রুবেল মাহমুদ, রিপন মিয়া, গোলজার হোসেন, এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান, এ্যাড. বোরহান রনি ও স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।
×