ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

চা শ্রমিকদের প্রতিবাদ সমাবেশ

প্রকাশিত: ০৬:৫৭, ১৬ সেপ্টেম্বর ২০১৮

চা শ্রমিকদের প্রতিবাদ সমাবেশ

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ চা শ্রমিকদের ন্যূনতম দৈনিক মজুরি ১০২ টাকা নির্ধারণকে অন্যায্য ও প্রহসনমূলক উল্লেখ করে ৩০০ টাকাসহ ছয়দফা দাবি জানানো হয়েছে। শনিবার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত প্রতিবাদ সমাবেশে শ্রমিকসহ ছাত্র সংগঠনগুলো মালিক পক্ষ ও চা শ্রমিক নেতাদের ঘোষিত এই সর্বনিম্ন মজুরিকে প্রত্যাখ্যান করা হয়। অবিলম্বে চা শ্রমিকদের মজুরি দৈনিক ৩০০ টাকা করা, স্থায়ী বসত ভিটার বন্দোবস্ত করা, ৫ কেজি চালের সমপরিমাণ সাপ্তাহিক রেশন চালু করা, চা বাগানগুলোতে সরকারী প্রাথমিক বিদ্যালয় নির্মাণ, মা ও শিশুর নিরাপদ স্বাস্থ্য নিশ্চিত, চা বাগান থেকে মাদক নির্মূল করার দাবি জানান। খুলনা ওয়াসার শুদ্ধাচার ব্যবস্থাপনা নিয়ে কর্মশালা স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনা মহানগরীর পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থাপনায় নিয়োজিত প্রতিষ্ঠান খুলনা ওয়াসার শুদ্ধাচার ব্যবস্থাপনা নিয়ে দিনব্যাপী একটি কর্মশালা শনিবার খুলনা ওয়াসা ভবনে অনুষ্ঠিত হয়। এনজিও ফোরাম এবং ওয়াটার ইনটিগ্রিটি নেটওয়ার্কের সহযোগিতায় খুলনা ওয়াসা এই কর্মশালার আয়োজন করে। সকালে প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন খুলনা সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেক। এ সময় তিনি বলেন, খুলনার অবস্থান উপকূলীয় এলাকায় হওয়ায় প্রকৃতিগতভাবে এ অঞ্চলের পানি লবণাক্ত। এর সঙ্গে যোগ হয়েছে জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব। উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আব্দুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন খুলনা ওয়াসার চেয়ারম্যান প্রকৌশলী নুরুজ্জামান, ইনটিগ্রিটি নেটওয়ার্কের কর্মসূচী সমন্বয়ক বিনায়ক দাশ, দাতাসংস্থা জাইকা’র জ্যেষ্ঠ প্রতিনিধি ইয়াসুহিরো কাওয়াজোয়ি এবং রাজশাহী ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক সুলতান আব্দুল হামিদ।
×