ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

ঘণ্টার পর ঘণ্টা হাসেন যিনি

প্রকাশিত: ০৫:২৫, ১৫ সেপ্টেম্বর ২০১৮

 ঘণ্টার পর ঘণ্টা হাসেন যিনি

হাসতে নাকি জানে না কেউ, কে বলেছে ভাই-কবিতার সঙ্গে সুর মিলিয়ে বলা যায় পৃথিবীর সবাই হাসতে জানে। আর আমরা সবাই হাসিমুখ পছন্দ করি তাই না ? তবে ইথিওপিয়ার নাগরিক বেলাচিউ জিরমা শুধুই হাসেন। টানা কয়েক ঘণ্টা হেসেও রেকর্ড গড়েছেন তিনি। তাকে সবাই বিশ্ব হাসির মাস্টার বলে ডাকতে শুরু করেছে। কথা বলা থেকে শুরু করে মানুষের অভিবাদন পর্যন্ত তিনি হাসির মাধ্যমে জানান। দিনের শুরুতে কাউকে ‘হ্যালো’ বলেই হাসতে শুরু করেন বেলাচিউ জিরমা। গবেষকরা হাসিকে সুস্বাস্থ্যের ‘টনিক’ বলে আখ্যা দেন। কারণ গবেষণায় দেখা গেছে, একজন মানুষ হাসলে তার শরীরের স্নায়ুসমূহ উদ্দীপ্ত হয়। আবার হাসলে শরীরের ব্যথা কমে। সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে বেলাচিউ জিরমার হাসির খবর বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। এরপর গণমাধ্যমের কর্মীরা তাকে নিয়ে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করে। তখন সাংবাদিকদের প্রশ্নের জবাবও হাসির মাধ্যমে দেন তিনি। বেলাচিউ জিরমা বলেন, দীর্ঘ জীবনের জন্য আমি ছোট বেলা থেকেই হাসির চর্চা শুরু করি। পাশাপাশি হাসি একটি সার্বজনীন যোগাযোগের মাধ্যম। কারণ বিশ্বের সকল প্রান্তের লোকজনের হাসির ভাষা কিন্তু এক। তিনি বলেন, হাসির মাধ্যমে আমরা একটি সুন্দর পৃথিবী গড়তে পারি। বর্তমানে শিশুদের হাসতে শেখান বেলাচিউ জিরমা। কারণ তিনি মনে করেন, হাসির মাধ্যমে যে কেউ তার মনের গরিবভাব দূর করতে পারে। -বিবিসি অবলম্বনে।
×