ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

উদ্বোধনের আগেই দ্বিতীয় তিস্তা সংযোগ সড়কে ধস

প্রকাশিত: ০৭:০৪, ১৪ সেপ্টেম্বর ২০১৮

উদ্বোধনের আগেই দ্বিতীয় তিস্তা সংযোগ সড়কে ধস

নিজস্ব সংবাদদাতা, রংপুর, ১৩ সেপ্টেম্বর ॥ আগামী ১৬ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে মহিপুর-কাকিনা ২য় তিস্তা সড়ক সেতুর উদ্বোধন করবেন। উদ্বোধনের আগেই গঙ্গাচড়ায় আবারও ধসে গেছে দ্বিতীয় তিস্তা সংযোগ সড়কের সেতু ও কালভার্টের ব্লক পিচিং। ফলে ঝুঁকির মধ্যে রয়েছে মহিপুর-কাকিনা সংযোগ সড়ক। জানা যায়, উজান থেকে নেমে আসা ঢলে তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় নদীর গতিপথ পরিবর্তন হয়ে পানি তীব্র বেগে মহিপুর-কাকিনা তিস্তা সংযোগ সেতুর সংযোগস্থলে আঘাত হানায় সদ্যনির্মিত ব্লক পিচিং ধসে পড়েছে। সংযোগ সড়কের ভাঙ্গন ঠেকাতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর, কালিগঞ্জ-লালমনিরহাটের লোকজন সেতুর সামনে জরুরী ভিত্তিতে বালির বস্তা ডা¤িপং করছেন। স্থানীয় লোকজন বলছেন, পানি মূল তিস্তায় না গিয়ে কোলকোন্দ ইউনিয়নের বিনবিনা নামক স্থান দিয়ে গতিপথ পরিবর্তন করে আর একটি চ্যানেল তৈরি করেছে। আর মূল তিস্তার চেয়ে নতুন চ্যানেলের পানির স্রোত ও তীব্রতা অনেক বেশি। গত বছরও পানির আঘাতে সংযোগ সেতুর পিচিং ব্লক ধসে যায়। সেই অংশে আবারও ভাঙ্গন দেখা দিয়েছে। ব্রিজের দক্ষিণ পাশের সংযোগস্থলে সাম্প্রতিককালের ব্লক-পিচিং ধসে গেছে। তাছাড়া ইচলি এলাকায় একটি কালভার্টের দুই পাশে ভাঙ্গন দেখা দিয়েছে। লোকজন ভাঙ্গন ঠেকাতে বালির বস্তা দিচ্ছে। এ সময় স্থানীয় লোকজন বলেন, উজানে বাঁধ না দিলে এই ব্রিজ ও কালভার্ট রক্ষা করা যাবে না। সেই সঙ্গে রাস্তাঘাট-ঘরবাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠান সবই ভেঙ্গে যাবে। স্থানীয় সরকার প্রকৌশল অধিফতর (এলজিইডি) কালীগঞ্জের উপসহকারী প্রকৌশলী তারিকুজ্জামান কাজ পরিদর্শনকালে ভাঙ্গনের কথা স্বীকার করে বলেন, ভাঙ্গন রোধে বালির বস্তা ডা¤িপং করা হচ্ছে।
×