ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অধ্যাপক ড. শেখ সালাম নিভৃতচারী ক্রীড়া সংগঠক

প্রকাশিত: ০৭:০২, ১৩ সেপ্টেম্বর ২০১৮

অধ্যাপক ড. শেখ সালাম নিভৃতচারী ক্রীড়া সংগঠক

জনকণ্ঠ ডেস্ক ॥ অধ্যাপক ড. শেখ আবদুস সালাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক এবং এক নিভৃতচারী ক্রীড়াপেমী। মাঠে ময়দানে বিচরণ নেই কিন্তু পর্দার অন্তরালে থেকে বিগত ২০-২৫ বছর ধরে একজন সফল সংগঠক হিসেবে বাংলাদেশের ক্যারম এবং সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের প্রতিবন্ধী ক্রিকেটকে সংগঠিত করে আসছেন। বাংলাদেশ ক্যারম ও বাংলাদেশ প্রতিবন্ধী ক্রিকেটকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে আসতে তার অবদান অনস্বীকার্য। ক্রীড়াক্ষেত্রে তার সাংগঠনিক অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর সরকার তাকে ক্রীড়ায় জাতীয় পুরস্কার প্রদানের জন্য মনোনীত করেছে। তিনি ছাড়াও এ বছর মোজাফফর হোসেন পল্টু, আরিফ খান জয়, জালাল ইউনুসসহ ৪৯ জন (২০১২ থেকে ২০১৮) এই পুরস্কার পাচ্ছেন বলে জানা গেছে। অক্টোবর মাসে যে কোন সময় প্রধানমন্ত্রী তাদের হাতে এই পুরস্কার হিসেবে একটি করে স্বর্ণ পদক, ৫০ হাজার টাকার চেক এবং একটি সনদপত্র তুলে দিবেন। অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বর্তমানে বাংলাদেশ ক্রিকেট এ্যাসোসিয়েশন ফর দ্য ফিজিক্যালি চ্যালেঞ্জড (বিসিএপিসি)’র প্রতিষ্ঠাতা ও সভাপতি। তার নেতৃত্বে বাংলাদেশ প্রতিবন্ধী ক্রিকেট দল ২০১৪ সালে ভারতকে হারিয়ে ‘তাজমহল ট্রফি’, ২০১৫ সালে ভারতের হায়দ্রবাদে অনুষ্ঠিত আন্তর্জাতিক ত্রিদেশীয় প্রতিবন্ধী ক্রিকেট টুর্নামেন্টে ভারত ও শ্রীলঙ্কাকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন, ২০১৭ সালে ঢাকায় অনুষ্ঠিত ত্রিদেশীয় প্রতিবন্ধী ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন এবং ২০১৮ সালে কলকাতায় ভারত এবং নেপালকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। তিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দাবা ও ক্যারম কমিটির চেয়ারম্যান এবং আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা ও ক্যারম প্রতিযোগিতা আয়োজনের অন্যতম সংগঠক। ড. সালাম বাংলাদেশ ক্যারম ফেডারেশনের প্রতিষ্ঠাতা এবং প্রায় ১৮ বছর যাবত এই ফেডারেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার নেতৃত্বে প্রতিষ্ঠালগ্ন থেকে ক্যারম ফেডারেশনের কার্যক্রম পরিচালিত হয়েছে। বাংলাদেশ ক্যারম বর্তমানে সার্ক পর্যায়ে তৃতীয়, এশীয় পর্যায়ে রানার্সআপ এবং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে তৃতীয় অবস্থান অধিকার করে রয়েছে। তার অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ ক্যারম ফেডারেশনের কার্যনির্বাহী কমিটি সর্বসম্মত সিদ্ধান্তক্রমে ২০০৩ সালে তাকে ‘ফাউন্ডার অব বাংলাদেশ ক্যারম ফেডারেশন’ টাইটেল এ্যাওয়ার্ডে ভূষিত করেছে। ড. সালাম এশিয়ান ক্যারম কনফেডারেশন (এসিসি)’র প্রতিষ্ঠাতাদের একজন। তিনি ইন্টারন্যাশনাল ক্যারম ফেডারেশন (আইসিএফ)’র মিডিয়া কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
×