ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

রাগীব আলী ও তার ছেলে কারাগারে

প্রকাশিত: ০৬:৩৩, ১৩ সেপ্টেম্বর ২০১৮

রাগীব আলী ও তার ছেলে কারাগারে

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ প্রতারণার মাধ্যমে তারাপুর চা বাগানের ভূমি আত্মসাতের মামলায় শিল্পপতি রাগীব আলী ও তার ছেলে আব্দুল হাইকে কারাগারে প্রেরণ করেছে আদালত। তারাপুর চা বাগানের দেবোত্তর সম্পত্তিতে অবৈধ স্থাপনা নির্মাণের মাধ্যমে হাজার কোটি টাকার ভূমি আত্মসাত এবং জালিয়াতির একটি মামলায় জামিন নামঞ্জুর করে সিলেটের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক মোহাম্মদ মোস্তাইন বিল্লাহ তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। বুধবার আদালতে রাগীব আলীর পক্ষে জামিন আবেদন জানানো হয়। এ সময় আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেয়। উল্লেখ্য, প্রতারণার মাধ্যমে তারাপুর চা বাগানের ভূমি আত্মসাতের মামলায় রাগীব আলী ও তার ছেলেমেয়েসহ পাঁচজনকে সাজা দেয় আদালত। এর মধ্যে ৮৩ বছর বয়সী রাগীব আলীকে চারটি ধারায় মোট ১৪ বছরের কারাদ- দেয়া হয়। তার ছেলে আবদুল হাই, মেয়ে রুজিনা কাদির, জামাতা আবদুল কাদির এবং আত্মীয় দেওয়ান মোস্তাক মজিদকে ওই চার ধারায় মোট ১৬ বছর করে কারাদ- দেয়া হয়। এ মামলার অপর আসামি তারাপুর চা বাগানের সেবায়েত পঙ্কজ কুমার গুপ্তকে বেকসুর খালাস দেয়া হয়। আগস্টে তিতাস গ্যাসের অভিযান গত আগস্টে অবৈধ গ্যাস পাইপলাইন এবং গ্যাস বিল বকেয়ার কারণে ১৬৩টি চুলা, ৫টি শিল্প প্রতিষ্ঠান, ২টি বাণিজ্যিক, ১টি ক্যাপটিভ-এর গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অবৈধভাবে গ্যাস ব্যবহার করায় গাজীপুর এলাকায় ২ আগস্ট কামাল ইঞ্জিনিয়ারিং-এর গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও এক লক্ষ টাকা জরিমানা করা হয়। বিভাগীয় টিম বকেয়া বিলের কারণে ২৯ আগস্ট সাভার এলাকায় ডানা সুয়েটার লিমিটেড (শিল্প ও ক্যাপটিভ), টাঙ্গাইল এলাকায় পোড়াবাড়ি মিষ্টান্ন ভা-ার ও ইসলামিয়া হোটেল, নারায়ণগঞ্জ এলাকায় ৬ আগস্ট দেশ ইন্ডাস্ট্রিজ লিঃ, ১৬ আগস্ট জে.এন. এ্যাপারেলস, ২৯ আগস্ট বোবাস্ট এ্যাপারেলস্, ৩০ আগস্ট ভাইকিং ডিজাইন (প্রাঃ) লিঃ-এর গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। আইনগত বাধ্যবাধকতার কারণে ২০ আগস্ট বন্দর এলাকায় কদম রসুল সল্ট ইন্ডাস্ট্রিজ লিঃ-এর গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। -বিজ্ঞপ্তি।
×