ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

শাহজালালে কার্গো সার্ভিস ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ

প্রকাশিত: ০৮:১০, ১২ সেপ্টেম্বর ২০১৮

শাহজালালে কার্গো সার্ভিস ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ

বিশেষ প্রতিনিধি ॥ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে কার্গো সার্ভিস সেবা ২৪ ঘণ্টা চালু রাখার প্রয়োজনীয় ব্যবস্থা জরুরী ভিত্তিতে গ্রহণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে। আমদানিকৃত মালামাল খালাস করার জন্য ব্যাংকসমূহের এলসি ওপেনিং শাখাগুলো শনিবারও খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়। শাহজালালে কার্গো সার্ভিস সেবা ২৪ ঘণ্টা চালু রাখা, ওয়ানস্টপ সার্ভিস চালুকরণ ইত্যাদি বিষয়ে সরকারী ও বেসরকারী অংশীজনের অংশগ্রহণে মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মোঃ নজিবুর রহমান এতে সভাপতিত্ব করেন। এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ, এফবিসিসিআই, বিজিএমইএ-এর সভাপতিসহ বিভিন্ন স্টেকহোল্ডারদের প্রতিনিধিগণ এবং সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের উর্ধতন কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
×