ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

আঁকাবাঁকা কৃত্রিম লেক- বিশ্রামের জন্য আসন ও গ্যালারি

প্রকাশিত: ০৪:৩৫, ৮ সেপ্টেম্বর ২০১৮

আঁকাবাঁকা কৃত্রিম লেক- বিশ্রামের জন্য আসন ও গ্যালারি

মাকসুদ আহমদ ॥ চট্টগ্রামে কয়েক দশকের খেলার মাঠ। অযত্ন আর অবহেলায় ময়লা আবর্জনার ভাগাড় ছিল বেশকয়েক বছর। শেষতক শাকসবজির আবাদি মাঠে পরিণত হয়েছিল। অবহেলিত এই মাঠ এখন দৃষ্টিনন্দন পার্কে পরিণত হয়েছে। সরকারের ব্যয় হয়েছে মাত্র ১৮ কোটি টাকা গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেনের আজ এই সুবিশাল পার্কটি উদ্বোধনের কথা রয়েছে। ৫০ হাজার বর্গফুটের আঁকাবাঁকা কৃত্রিম লেক এখন শিশু কিশোরদের সুইমিং পুলে পরিণত হয়েছে। দিনে সূর্যের আলোয় আলোকিত হলেও রাতের বেলায় দিনের পরশ পেতে লাগানো হয়েছে প্রায় ৫০০ এলইডি লাইট। এতে আগতদের আড্ডা জমবে সকাল, সন্ধ্যা সবসময়ই। আবার পার্কের ভেতরে ১৪টি সিসি ক্যামেরা বসানো হয়েছে। এসব ক্যামেরার মাধ্যমে আগতদের নিরাপত্তা নিশ্চিত করবে কর্তৃপক্ষ। শুধু তাই নয়, এ ধরনের নিরাপত্তা নিশ্চিতে পার্কের ভেতরে নিয়ন্ত্রণ কক্ষ বসানো হয়েছে। জানা গেছে, ঠিকাদারী প্রতিষ্ঠান নাহিয়ান এন্টারপ্রাইজ-ইএসবি জয়েন্ট ভেঞ্চারে এই কর্মযজ্ঞ পরিচালনা করেছে। আগ্রাবাদের বহুতল কলোনি বা আমেরিকান হাসপাতাল নামে খ্যাত এই এলাকায় প্রায় সাড়ে ৮ একর জমির ওপর জাম্বুরি পার্কের অবস্থান। মাঠের সবদিক ঘিরে দেয়া হয়েছে ৬-৭ ফুট উচ্চতার অত্যাধুনিক সীমানা প্রাচীর দিয়ে। যাতে অবৈধভাবে বা বিশৃঙ্খলভাবে কারও অনুপ্রবেশ না হয়। এছাড়াও প্রায় ১১৫ শতক জমির ওপর গড়ে তোলা হয়েছে প্রায় ৫০ হাজার বর্গফুটের কৃত্রিম লেক। যা অনেকে সুইমিং পুলের মতোই ব্যবহার করছে। জমানো পানির লেকের পাশ ধরে আর মাঠের চারিধারে বিচরণ করতে প্রায় ১০ হাজার ফুট দীর্ঘ পায়ে হাটার পথ তৈরি করা হয়েছে। এই হাটার পথের দু’ধারে এলইডি লাইটের আলোকসজ্জা করা হয়েছে। লাগানো হয়েছে সৌন্দর্য্য বর্ধক দেশী-বিদেশী পাতাবাহারের গাছের পাশাপাশি দৃষ্টিনন্দন টগর, রাধাচূড়া, সোনালু, নাগেশ্বর, চাঁপা, সাইকাস, বকুল, শিউলি জারুলসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়েছে পার্কে। মাঠের দু’পাশে দুটি ফোয়ারা যেন রাতের আলোর ঝলকানিতে ক্রিস্টমাস ট্রি’র মতো রুপ ধারণ করছে। পার্কের ভেতরে আগতদের বিশ্রামের জন্য সিমেন্টের তৈরি আসন ও গ্যালারি তৈরি করা হয়েছে। এছাড়াও দর্শনার্থীদের আগমন ও নির্গমনের জন্য মাঠের চারদিকে চারটি ছাড়াও আরও দুটি অতিরিক্ত দ্বার রাখা হয়েছে। আগতদের জন্য পার্কের দু’কোনে দুটি গণশৌচাগারের ব্যবস্থা রাখা হয়েছে। তবে সঠিক রক্ষণাবেক্ষণ ও ব্যবহার হলে শৌচাগারগুলো ব্যবহারকারীদের আকর্ষণ বাড়াবে।
×